শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৬ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে একাদশ আসরে ব্যাটে-বলে সেরা যারা

বিপিএলের ১১তম আসরে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। তবে দুই ফাইনালিস্ট দলের কোনো খেলোয়াড় ব্যাটে-বলে পারফর্ম করে সেরা হতে পারেননি। এবার আসরে ব্যাট হাতে সেরা হয়েছেন মোহাম্মদ নাঈম ও বোলিংয়ে তাসকিন আহমেদ।

রানে তালিকায় সবার শীর্ষে রয়েছেন খুলনা টাইগার্সের ব্যাটার মোহাম্মদ নাঈম।

এই আসরে ১৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৪২ গড়ে ৫১১ রান করেছেন এই ওনেনার ব্যাটার। ১২ ম্যাচে ৪৮৫ রান করে দ্বিতীয় স্থানে রয়েছে  ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ তামিম। তারও ১ সেঞ্চুরি, সঙ্গে আছে চারটি পঞ্চাশোর্ধ ইনিংস। তৃতীয় স্থানে রয়েছেন ১৪ ম্যাচে ৪৩১ রান করা চিটাগাং কিংসের ব্যাটার গ্রাহাম ক্লার্ক।

আর ১৪ ম্যাচে ৪১৩ রান করে চারে রয়েছেন  তামিম ইকবাল। পাঁচে রয়েছে রাজশাহী এনামুল হক বিজয়। ১২ ম্যাচে ৩৯২ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরিও রয়েছে তার।

সেরা পাঁচ রান সংগ্রাহকের মধ্যে সেঞ্চুরি নেই শুধু তামিমের। এদিকে সর্ব্বোচ উইকেট শিকারি হয়েছেন তাসকিন আহমেদ। যদিও তার দল দুর্বার রাজশাহী গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। দল বাদ পড়লেও ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করে এবার শীর্ষে রয়েছেন এই টাইগার পেসার।

১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আকিভ জাভেদ। সমান ম্যাচ সমান উইকেট রয়েছে ফাহিম আশরাফেরও। ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে চারে রয়েছেন খালেদ আহমেদ। পাঁচে থাকা খুশদিল শাহর উইকেট ১৭টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়