শিরোনাম
◈ অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ◈ নদীর জলবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠকের ফল আপাতত শুন্য ◈ শাহাবাগ একদিনে গড়ে উঠেনি : হাসানাত আব্দুল্লাহ ◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও!

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৯ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলের সেরা ক্রিকেটারের পুরষ্কার পেলেন মেহেদী হাসান মিরাজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ  বিপিএলে দুর্দান্ত খেলেছেন। তার দল খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে কম চেষ্টা করেননি। কিন্তু সফল হননি। বিপিএলে তৃতীয় হয়েছে তার দল। তবে টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার পেয়েছেন খুলনা অধিনায়ক মিরাজ। এবারের বিপিএলের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। 

খুলনার হয়ে ১৪ ম্যাচে ২৭.৩০ গড়ে ৩৫৫ রান করেছেন মিরাজ। সেই সাথে ১৩টি উইকেট শিকার করেছেন খুলনা অধিনায়ক। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলারই পুরস্কার পেয়েছেন মিরাজ।

টুর্নামেন্ট সেরার দৌড়ে মিরাজ ছাড়াও ছিলেন তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈম শেখ। টানা দ্বিতীয় বারের মতো ফরচুন বরিশালকে বিপিএলের শিরোপা জিতিয়েছেন তামিম। দলকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। শুধু অধিনায়কত্ব নয়, ব্যাট হাতেও ভালো করেছেন তামিম। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন সেরা পাঁচে।

এদিকে ৫১১ রান করে টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ছিলেন নাঈম। তবে তাকে টপকে তার সতীর্থ মিরাজ জিতলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। বাংলাদেশি টাকায় ১০ লক্ষ টাকা পেয়েছেন মিরাজ। ফাইনালে ৫৪ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড় হয়েছেন তামিম। এছাড়াও ৪৮৫ রান করা তানজিদ হাসান তামিম জিতেছেন ইমার্জিং প্লেয়ারের পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়