শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৯ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলের সেরা ক্রিকেটারের পুরষ্কার পেলেন মেহেদী হাসান মিরাজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ  বিপিএলে দুর্দান্ত খেলেছেন। তার দল খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে কম চেষ্টা করেননি। কিন্তু সফল হননি। বিপিএলে তৃতীয় হয়েছে তার দল। তবে টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার পেয়েছেন খুলনা অধিনায়ক মিরাজ। এবারের বিপিএলের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। 

খুলনার হয়ে ১৪ ম্যাচে ২৭.৩০ গড়ে ৩৫৫ রান করেছেন মিরাজ। সেই সাথে ১৩টি উইকেট শিকার করেছেন খুলনা অধিনায়ক। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলারই পুরস্কার পেয়েছেন মিরাজ।

টুর্নামেন্ট সেরার দৌড়ে মিরাজ ছাড়াও ছিলেন তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈম শেখ। টানা দ্বিতীয় বারের মতো ফরচুন বরিশালকে বিপিএলের শিরোপা জিতিয়েছেন তামিম। দলকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। শুধু অধিনায়কত্ব নয়, ব্যাট হাতেও ভালো করেছেন তামিম। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন সেরা পাঁচে।

এদিকে ৫১১ রান করে টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ছিলেন নাঈম। তবে তাকে টপকে তার সতীর্থ মিরাজ জিতলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। বাংলাদেশি টাকায় ১০ লক্ষ টাকা পেয়েছেন মিরাজ। ফাইনালে ৫৪ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড় হয়েছেন তামিম। এছাড়াও ৪৮৫ রান করা তানজিদ হাসান তামিম জিতেছেন ইমার্জিং প্লেয়ারের পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়