শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম ইকবাল লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল যেতে চান

স্পোর্টস ডেস্ক : বিপিএলে বেশ ভালো সমর্থকগোষ্ঠী ছিলো কুমিল্লার। কিন্তু এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে নেই। তাই বেশি সমর্থক বরিশালের। ফরচুন বরিশালের প্রায় প্রতিটি খেলায়ই শেরে বাংলার পূর্ব দিকের গ্যালারি ভরে গেছে। ‘বরিশাল-বরিশাল’ ধ্বনিতে হোম অব ক্রিকেট ও তার আশপাশের আকাশ বাতাস কেঁপেছে।  ৭ ফেব্রুয়ারি সন্ধ্যার ফাইনালেও বরিশাল ভক্তদের চিৎকার, করতালি আর নানা স্লোগানে মুখরিত থাকবে শেরে বাংলা ও চারপাশ। অধিনায়ক তামিম ইকবালও সে আশায় অধীর আগ্রহে আছেন। ফরচুন বরিশাল ক্যাপ্টেনও মানছেন, বরিশালের সাপোর্টারই সবচেয়ে বেশি।

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে তামিম বলেন, আমরা খুবই ভাগ্যবান যে, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি, গ্রুপপর্ব হোক বা কোয়ালিফায়িং হোক, বরিশালের দর্শক সবসময় ছিল। আমরা অনেক ভাগ্যবান। এটাই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি।

অধিনায়ক তামিম সমর্থকদের দারুণ একটি খবর দিয়েছেন, যা শুনে পুলকিত হতে পারেন বরিশালবাসী। তামিমের আশা, যদি ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে লঞ্চে করে সোজা বরিশাল চলে যাবেন।
তামিমের কথা, ’অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি; ইচ্ছা আছে লঞ্চে করে বরিশাল যাব। আমার মনে হয় (এর আগে) কোনো কারণে যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই যাব। তথ্যসূত্র, জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়