শিরোনাম
◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে 

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চুক্তিভঙ্গ করায় কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে চিটাগং কিংসের আইনি নোটিশ

স্পোর্টস ডেস্ক : কানাডিয়ান মডেল ইয়াশা সাগর এবারের বিপিএলে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ছিলেন। চিটাগাং কিংসের হোস্ট হিসেবে তার উপস্থিতি বিপুল আলোচনার জন্ম দেয়। তবে আসরের শেষ পর্যায়ে এসে তিনি আচমকা অন্তরালে চলে যান, যা নিয়ে গুঞ্জনের সৃষ্টি হয়। অবশেষে জানা গেল, চুক্তি লঙ্ঘনের অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে চিটাগাং কিংস।

চিটাগাং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন ইয়াশা সাগরের বিরুদ্ধে এই আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, গত বছরের ১০ ডিসেম্বর ইয়াশা সাগরের সঙ্গে চিটাগাং কিংসের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে উপস্থাপনার পাশাপাশি স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন ও বাণিজ্যিক অংশীদারদের সম্প্রচারের শর্ত অন্তর্ভুক্ত ছিল। চুক্তির ৯ নম্বর ধারায় উল্লেখিত শর্ত লঙ্ঘন করেছেন ইয়াশা। চ্যানেল২৪

নোটিশে আরও বলা হয়, ইয়াশা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এমনকি আনুষ্ঠানিক আমন্ত্রণ সত্ত্বেও স্পন্সর ডিনারে উপস্থিত হননি এবং প্রযোজ্য স্পন্সর শুট ও প্রোমোশনাল শুটআউট সম্পন্ন করেননি। যার ফলে চিটাগাং কিংসের আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামেরও ক্ষতি হয়েছে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।

চিটাগাং কিংসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ ফেব্রুয়ারি ইয়াশাকে আইনি নোটিশ পাঠানো হয় এবং ২ দিনের মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ দেয়া হয়। কিন্তু নোটিশ পাওয়ার পর ৩ ফেব্রুয়ারি কাউকে কিছু না জানিয়ে তিনি হোটেল ত্যাগ করেন। এরপর ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে জানা যায়, তিনি ভারতে পাড়ি জমিয়েছেন।

এদিকে চিটাগাং কিংসের মালিকপক্ষ জানিয়েছে, ইয়াশা সাগর যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিভঙ্গ সংক্রান্ত সমস্যার সমাধান না করেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়