স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সুপার সিক্সের নিজ নিজ ম্যাচে শুভ সূচনা করেছে। তবে দুই দলকে জিততে অনেক চড়াই উতরাই পেরোতে হয়েছে। ব্রাজিল জিতেছে ১-০ গোলে আর অর্জেন্টিনা জয় পায় ২-১ গোলে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে নেইমারের উত্তরসূরীরা। আর মেসির উত্তরসূরীরা চিলিকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। ফলে দুদলই পেয়েছে গুরুত্বপূর্ণ ৩টি করে পয়েন্ট।
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে হলে ছয় দলের মধ্যে থাকতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফাইনাল পর্বে তাই পাঁচ ম্যাচের সব কটিই গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বের লড়াই শেষে অন্য চার দলের সঙ্গে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে পা রেখেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
আপনার মতামত লিখুন :