নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। প্রথম পর্ব ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় পর্ব ৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হবে। দল ২০ মার্চ ঢাকা ফিরে আসবে এবং ২১ মার্চ ভারতের উদ্দেশে রওনা দেবে।
শেফিল্ড ইউনাইটেডে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী ১৯ মার্চ ঢাকা আসবেন এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। বাফুফের কার্যনির্বাহি কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু বলেন, আমরা আশা করছি হামজা জাতীয় দলের সাথে যোগ দেবে ভারত যাত্রার আগে। আশা করি, তিনি ১৯ মার্চ আসবেন।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের তৃতীয় (চূড়ান্ত) রাউন্ডে হামজা বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলবে এমনটাই প্রত্যাশা সকলের।
আপনার মতামত লিখুন :