শিরোনাম
◈ কেন ব্যর্থ হলো নরেন্দ্র মোদির ‘সবার আগে প্রতিবেশী’ নীতি  ◈ জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার, ইফতার শেষ ঢাকা ফিরবেন ◈ সংকটে থাকা দুই ব্যাংককে টাকা ছাপিয়ে আরও ২,৫০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’ ◈ তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের ◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস ◈ ফের ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ◈ জুমার দিনে যে পাঁচ ভুল কোনোভাবেই কাম্য নয় ◈ ৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বে কোটি ভক্তের সেরা ফুটবলার হলেও নিজ গৃহে পিছিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক : পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যার রয়েছে বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্ত। এই তারকা তো পিছিয়ে থাকলো একটি জায়গায়। সেটা তার নিজ গৃহে। রোনালদোপুত্র মাতেওর কাছে এমবাপ্পেই সেরা। সেই এমবাপ্পেই আবার রোনালদোর ভক্ত। নিজের সেই ভক্তকে রিয়ালের ট্রাম্পকার্ড হিসেবে দেখছেন সিআর সেভেন। তিনি মনে করেন রিয়ালে নিজের পজিশনের সঙ্গে মানিয়ে নিতে এমবাপ্পের সাহায্যের প্রয়োজন।

এমবাপ্পের প্রসঙ্গে রোনালদো বলেছেন, তার প্রতি চোখ রাখুন। সমর্থকদের তার যতœ নেয়া দরকার। তাকে সুরক্ষা করতে ক্লাবকে সাহায্য করতে হবে। সে মাদ্রিদ সমর্থকদের জন্য অনেক আনন্দ বয়ে আনবে তাতে কোনো সন্দেহ নেই। আমি এমবাপ্পেকে ভালোবাসি। সেটা শুধু তার উঠে আসার গল্পের জন্য নয়। আমার মতে সে সেরাদের একজন।

বিশ্বজুড়ে কোটি ফুটবলভক্তের কাছে সিআরসেভেনই সর্বকালের সেরা। কিন্তু নিজের ঘরেই যেন সেরা হতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ পাঁচ বছর বয়সী ছেলে মাতেওর চোখে তার বাবা নয় বরং কিলিয়ান এমবাপ্পেই সেরা ফুটবলার।

বিষয়টি নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, মাতেও এমবাপ্পেকে খুব পছন্দ করে। ও আমাকে প্রায়ই বলে বাবা, এমবাপ্পে তোমার চেয়েও ভালো? তখন আমি ওকে জবাব দেই- না, আমি ওর চেয়েও ভালো। আমি বেশি গোল করেছি।

রিয়ালে এমবাপ্পে ঠিক নিখাদ স্ট্রাইকার পজিশনে খেলেন না। কখনও উইং থেকে মুভ শুরু করেন, কখনও আবার বক্সের বাইরে থেকে। রোনালদো মনে করেন, রিয়ালে নিজের পজিশনের সঙ্গে মানিয়ে নিতে এমবাপ্পের সাহায্যের প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়