শিরোনাম
◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস ◈ ফের ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ◈ জুমার দিনে যে পাঁচ ভুল কোনোভাবেই কাম্য নয় ◈ ৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ ◈ অগ্রিম টিকিট বিক্রি শুরু, কোন তারিখে ট্রেনের কোন টিকিট এর বিষয়ে যা জানাগেল ◈ ইরানকে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে, আমেরিকা বিশ্বকে ধোঁকা দিচ্ছে: ইমাম খামেনেয়ী ◈ আমি জানি না, ওরা কেনো মাঠ থেকে অবসর নিলো না : খালেদ মাহমুদ সুজন ◈ হান্ড্রেড বলের ক্রিকেটে বাংলাদেশের ২৯ ক্রিকেটারের কেউই দল পেলেন না ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচের টিকিট মুহূর্তেই শেষ

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফি। এবারের আসরের স্বাগতিক পাকিস্তান। ভারতের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু হিসাবে দুবাইতে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ করা নিয়ে কম জল ঘোলা হয়নি। দেশটি পাকিস্তানে গিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বাধ্য হয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় আয়োজকরা। আর তাদের ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই চোখের পলকেই যেন শেষ হয়ে গেছে রোহিত-কোহলিদের সব ম্যাচের টিকিট।

হাইব্রিড মডেলের এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজেদের সব ম্যাচ খেলবে ভারত। এ’ গ্রুপে সেখানে তাদের প্রতিপক্ষে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান। সোমবার দুবাইয়ে স্থানীয় সময় বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে অনলাইন ও বুথে টিকিট বিক্রি শুরু হয়।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ২৫ হাজার দর্শকধারণ ক্ষমতার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে মাত্র এক ঘণ্টায়! শুধু তাই নয়, ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের আসর শুরু করতে যাওয়া ম্যাচের টিকিট শেষ হয়েছে কয়েক ঘণ্টার মধ্যে। এছাড়াও শেষ হয়ে গেছে ২ মার্চ নিউ জিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচসহ প্রথম সেমি-ফাইনালের টিকিটও।

ভারতের ম্যাচ ছাড়া এবারের চ্যাম্পিয়নস ট্রফির বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানে। রোহিত শর্মার দল শেষ পর্যন্ত ফাইনালে উঠলে সেটিও অনুষ্ঠিত হবে দুবাইয়ে। তবে ভারত আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলে শিরোপা লড়াইয়ের ম্যাচটি হবে লাহোরে। ভারত ছাড়াও এরই মধ্যে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের টিকিটও দ্রুত শেষ হয়ে গেছে।

আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ১৯ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে মোহাম্মদ রিজওয়ানের দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। শিরোপা লড়াইয়ের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৪ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিত সেমি-ফাইনালের পর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়