ঘণ্টা সাতেক আগে ইনস্টাগ্রামে তাঁর স্টোরি বলছিল, বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকে। হাতে টাইগার উডসকে নিয়ে লেখা একটা বই। বোঝাই যাচ্ছিল, বিপিএলের শেষদিকে যোগ দিতে আসছেন। প্রশ্নটা ছিল, কোন দলে খেলবেন?
জিমি নিশামকে ঘিরে প্রশ্নটার উত্তর পাওয়া গেল বিপিএলে আজ কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল আর চট্টগ্রাম কিংসের ম্যাচের পর। চট্টগ্রামকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল ফাইনালে উঠে গেছে তামিম ইকবালের বরিশাল, এর পরপরই বরিশালের পক্ষ থেকে দেওয়া হলো বড় চমক – নিশাম আসছেন তাঁদের হয়েই খেলতে!
কোয়ালিফায়ারে আজ হেরে গেলেও দ্বিতীয় এলিমিনেটরে খেলার সুযোগ থাকত বরিশালের, তাই নিশাম এলে অন্তত একটা ম্যাচ তো পেতেনই। আজ কোয়ালিফায়ারে তামিমরা জিতে যাওয়ায় নিশ্চিত হলো, নিশাম একটা ম্যাচই খেলতে পারবেন, তবে সেটাই সবচেয়ে বড় ম্যাচ। নিউজিল্যান্ডের অলরাউন্ডারকে নিয়েই ফাইনালে নামবে বরিশাল।
বরিশালের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, আগামীকাল সকালে দলের সঙ্গে যোগ দেবেন নিশাম। তামিমরা আজ জিতে যাওয়ায় নিশ্চিন্ত হয়ে আগামী শুক্রবারের ফাইনালে প্রস্তুতি নেওয়া শুরু করবেন। সেখানে তাদের প্রতিপক্ষ কোন দল হবে, সেটি নিশ্চিত হবে আগামী পরশু দ্বিতীয় এলিমিনেটরে। সেখানে চট্টগ্রাম কিংস ও খুলনা টাইগার্সের মধ্যে জয়ীরা হবে ফাইনালের দ্বিতীয় দল।
আপনার মতামত লিখুন :