শিরোনাম
◈ ‌‘ আন্দোলন করার লোক কোথায়? আপনার দলের নেতাকর্মীরা তো এখন পলাতক’ ◈ ‘শেখ-এর বেটি আসবেই’ এবার ভেসে উঠল পার্কের ডিজিটাল স্ক্রিনে  ◈ আয়করে সবচেয়ে বড় ছাড় ঘোষণা, মানুষের হাতে টাকা রাখতে বড় পদক্ষেপ নিল ভারত ◈ দেশে অবৈধ বিদেশিদের ধরতে কাজ শুরু করল সরকার, টাস্কফোর্স গঠন ◈ বাংলাদেশকে টিউলিপের বিরুদ্ধে তদন্তে সহায়তা করছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ◈ পুরস্কার নেওয়ার পরেই তো ‘বেইজ্জতটা’ করল: সলিমুল্লাহ খান ◈ আত্মসমপর্ণের পর জেনারেল নিয়াজীর শেষ পরিণতি কী হয়েছিল? ◈ ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি, ১০ পাকিস্তানি দেশে ফেরত ◈ ইউএসএআইডিকে সন্ত্রাসী সংগঠন বললেন ইলন মাস্ক ◈ বইমেলার ডাস্টবিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৪ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বিপিএলের প্লে অফে কে কার মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক : গত শনিবার শেষ হয়েছে বিপিএলের গ্রুপ পর্বের খেলা।  চারটি দল প্লে অফে জায়গা করে নিয়েছে। শেষ চারে কোন চার দল জায়গা করে নিচ্ছে সেটা নিশ্চিত করার জন্য অপেক্ষা করতে হয়েছে একেবারে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত। ফরচুন বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চিটাগং কিংস।

এর ফলে এলিমিনেটরে খেলতে হচ্ছে রংপুর রাইডার্সকে। অন্যদিকে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্লে অফে খেলা চতুর্থ দল খুলনা টাইগার্স। শেষদিন সর্বশেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা। তাদের সঙ্গে পয়েন্ট টেবিলে লড়াই জমেছিল দুর্বার রাজশাহীর। শেষ পর্যন্ত ৬ জয়ে দুই দলেরই সমান ১২ পয়েন্ট ছিল।

যদিও নেট রানরেটের হিসাবে এগিয়ে থাকায় পরের পর্বের টিকিট কেটেছে খুলনা। রাজশাহীর গ্রুপ পর্বের ম্যাচ বেশ কদিন আগেও শেষ হলেও তাদের অপেক্ষায় থাকতে হয়েছিল গ্রুপ পর্বের শেষদিন পর্যন্ত। এদিকে কপাল পুড়েছে রংপুরের। তারা সরাসরি প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ হারিয়েছে প্রথম ৮ ম্যাচে জয়ের পরও।

কারণ গ্রুপ পর্বের শেষ চার ম্যাচেই হেরেছে নুরুল হাসান সোহানের দল। যদিও সবার আগে তারাই প্লে অফের টিকিট পেয়েছিল। সোমবার থেকে শুরু হবে বিপিএলের প্লে-অফ রাউন্ড। দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে টেবিলের তিন ও চারে থাকা রংপুর-খুলনা। এদিনই সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দুই টেবিল টপার বরিশাল ও চিটাগং।

প্রথম কোয়ালিফায়ারে যে দল জয় পাবে তারা সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। যদিও হারের স্বাদ পাওয়া দলটিরও ফাইনালে খেলার সুযোগ থাকবে। তারা এলিমিনেটরে জয় পাওয়া দলের বিপক্ষে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেই ম্যাচে জয়ী দল ফাইনালে মাঠে নামবে প্রথম কোয়ালিফায়ার থেকে ফাইনালে জায়গা করে নেয়া দলের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়