স্পোর্টস ডেস্ক : ভারতের ক্রিকেট কিংবদন্তি রবি শাস্ত্রী ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং মনে করেন, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। শাস্ত্রীর মতে শেষ চারের অপর দুই দল হতে পারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে পন্টিংয়ের মতে ফাইনালে দেখা যেতে পারে স্বাগতিক পাকিস্তানকেও।
এরই মধ্যে শেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা পর্ব। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের লড়াই দিয়ে উঠবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা। চলতি বছরের ক্রিকেটের সবচেয়ে বড় এই ইভেন্টে জিতে কারা বসবে চ্যাম্পিয়নের মসনদে? ক্রিকেট বোদ্ধারা শুরু করেছে তা নিয়ে বিশ্লেষণ।
রবি শাস্ত্রী বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলতে পারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনাই বেশি।
অস্ট্রেলিয়ার টানা দুই বিশ্বকাপ ও একবার চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের কণ্ঠেও একই সুর। সাবেক অজি ব্যাটিং গ্রেটের দাবি সাম্প্রতিক সময়ের দিকে তাকালে ভারত-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলা অসম্ভব।
রিকি পন্টিং বলেন, ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে যাওয়া কঠিন। এই মুহূর্তে উভয় দেশের খেলোয়াড়দের মানের কথা চিন্তা করুন, আর সাম্প্রতিক সময়ের দিকে ফিরে তাকান। যখনই ফাইনাল এবং আইসিসির বড় আসরগুলো হয়েছে, অবশ্যম্ভাবীভাবে অস্ট্রেলিয়া ও ভারত কোথাও না কোথাও ছিল। যদিও পন্টিং বাদ দিচ্ছেন না স্বাগতিক পাকিস্তানকেও। তার মতে, বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকেও দেখা যেতে পারে শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে।
আপনার মতামত লিখুন :