শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে বাধা পেয়ে শাহবাগে আহতদের অবস্থান (ভিডিও) ◈ মসজিদ থেকে বেরিয়ে আটক আ.লীগ নেতা, পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিল গ্রামবাসী ◈ নিহত যুবদল নেতার পারিবারের সঙ্গে সেনাবাহিনীর বৈঠক ◈ অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে ধর্ষণ’, রিকশায় করে নিয়ে লাশ ফেলা হয় হাতিরঝিলে ◈ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা দরকার: টাস্কফোর্সের প্রতিবেদন ◈ এক মাস ধরে আমার পরিবার বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে খাচ্ছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেলেন ফখরুল, খসরু, লন্ডন থেকে যাচ্ছেন জাইমা রহমানও ◈ খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চিঠি ◈ শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের, অবরোধ ঘিরে সতর্ক পুলিশ ◈ ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে গণ্য করল যেসব দেশ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩১ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রাজশাহীর বিবৃতি, আজ রাতে দেশে ফিরে যাবেন রায়াল ও হারিস, সোমবার যাবেন ইজাজ ও কামিন্স

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে অংশ নিয়ে দুর্বার রাজশাহী একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে তারা। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খুলনা টাইগার্সের জয়ে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। তাই দলটির বিদেশি ক্রিকেটারদের এখন নিজ দেশে থাকার কথা।

তবে বাস্তবে ঘটেছে তার উল্টো। পারিশ্রমিক না পেয়ে টিম হোটেলেই অবস্থান করছে রায়ান বার্ল-আফতাব আলমরা। শুধু তাই নয়, বিদেশি ক্রিকেটারদের ফেরার জন্য টিকেটও কেটে দেয়নি রাজশাহী।

তবে বরাবরের মতো এবারও এসব ঘটনা অস্বীকার করেছে রাজশাহী। এক বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিয়েছে কবে ঢাকা ত্যাগ করবেন মোহাম্মদ হারিস-মিগুয়েল কামিন্সরা।

পদ্মা পাড়ের দলটির পক্ষ থেকে জানানো হয়েছে রোববার (২ ফেব্রুয়ারি) রাত তিনটায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে হারারের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন রায়ান বার্ল। জিম্বাবুয়ান এ অলরাউন্ডারের ঠিক আগে, রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে লাহোরের উদ্দেশে যাত্রা করবেন মোহাম্মদ হারিস। এছাড়া হেডকোচ ইজাজ আহমেদ ঢাকা ত্যাগ করবেন  সোমবার (৩ ফেব্রুয়ারি) আর ক্যারিবিয়ান তারকা মিগুয়েল কামিন্স ঢাকা ত্যাগ করবেন ফেব্রুয়ারির ৫ তারিখ।

এছাড়া বাকি খেলোয়াড়রা টিকিট পাওয়া সাপেক্ষে দ্রুতই ঢাকা ছাড়বেন বলে জানায় দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়