শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ, প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ ◈ সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরা যাবে না: তারেক রহমান ◈ ‌‌‘নির্দিষ্ট কোনো সরকার নয়, আমাদের সহযোগিতা বাংলাদেশের মানুষের জন্য, ◈ মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১১২৮ কোটি টাকা আত্মসাৎ,  মুস্তফা কামালসহ ৩২ জনের নামে দুদকের মামলা ◈ ‘হারুনের ভাতের হোটেল’ নামটি যেভাবে এল, এখন কী হয় সেই কক্ষে ◈ আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারত ও নিউজিল্যান্ডের আধিপত্য ◈ পাকিস্তানে চলন্ত ট্রেনে হামলা, ৪৫০ যাত্রী জিম্মি ◈ টেস্ট ক্রিকেটের দেড়শ বছর, গোলাপি বলের ম্যাচটি দিবা-রাত্রির ◈ একইসাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ (ভিডিও)

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রাজশাহীর বিবৃতি, আজ রাতে দেশে ফিরে যাবেন রায়াল ও হারিস, সোমবার যাবেন ইজাজ ও কামিন্স

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে অংশ নিয়ে দুর্বার রাজশাহী একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে তারা। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খুলনা টাইগার্সের জয়ে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। তাই দলটির বিদেশি ক্রিকেটারদের এখন নিজ দেশে থাকার কথা।

তবে বাস্তবে ঘটেছে তার উল্টো। পারিশ্রমিক না পেয়ে টিম হোটেলেই অবস্থান করছে রায়ান বার্ল-আফতাব আলমরা। শুধু তাই নয়, বিদেশি ক্রিকেটারদের ফেরার জন্য টিকেটও কেটে দেয়নি রাজশাহী।

তবে বরাবরের মতো এবারও এসব ঘটনা অস্বীকার করেছে রাজশাহী। এক বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিয়েছে কবে ঢাকা ত্যাগ করবেন মোহাম্মদ হারিস-মিগুয়েল কামিন্সরা।

পদ্মা পাড়ের দলটির পক্ষ থেকে জানানো হয়েছে রোববার (২ ফেব্রুয়ারি) রাত তিনটায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে হারারের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন রায়ান বার্ল। জিম্বাবুয়ান এ অলরাউন্ডারের ঠিক আগে, রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে লাহোরের উদ্দেশে যাত্রা করবেন মোহাম্মদ হারিস। এছাড়া হেডকোচ ইজাজ আহমেদ ঢাকা ত্যাগ করবেন  সোমবার (৩ ফেব্রুয়ারি) আর ক্যারিবিয়ান তারকা মিগুয়েল কামিন্স ঢাকা ত্যাগ করবেন ফেব্রুয়ারির ৫ তারিখ।

এছাড়া বাকি খেলোয়াড়রা টিকিট পাওয়া সাপেক্ষে দ্রুতই ঢাকা ছাড়বেন বলে জানায় দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়