শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৪৫ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শচীন টেন্ডুলকারকে আজীবন সম্মাননা দিলো বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : শচীন টেন্ডুলকারকে ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বলা হয়। ওয়ানডে ও টেস্ট এই দুই ফরম্যাটে করেছেন শতকের শতক। ব্যক্তিগত রানের দিক থেকেও তার ধারের কাছে নেই কেউ। সেই শচীন টেন্ডুলকারকে আজীবন সম্মাননা দিয়েছে বিসিসিআই।

শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শচীনকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার ১৯৯৪ সাল থেকে দিচ্ছে বিসিসিআই। ৩১তম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন শচীন। - ডেইলি ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলো ছড়িয়েছেন শচীন। মাত্র ১৬ বছর বয়সে ভারতের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামেন ডানহাতি এ ব্যাটার। খেলেছেন ২০০ টেস্ট ও ৪৬৩ টি ওয়ানডে, যা দুই সংস্করণেই সর্বোচ্চ। এই দুই সংস্করণে সর্বোচ্চ রানও তার। তিনি ওয়ানডেতে করেছেন ১৮ হাজার ৪২৬ রান আর টেস্টে ১৫ হাজার ৯২১ রান। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন শচীন। এরপর মাঠের বাইরে পার করছেন ব্যস্ত সময়।

শচীনের সঙ্গে গত রাতে পুরস্কার পেয়েছেন জাসপ্রিত বুমরাহ, স্মৃতি মান্ধানা, রবীচন্দ্রন অশ্বিনের মতো তারকারাও। ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে পলি উমরিগড় পুরস্কার জেতেন বুমরা। মেয়েদের ক্রিকেটে এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মান্ধানা। অশ্বিন পেয়েছেন বিশেষ এক পুরস্কার।

ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে ভারতের হয়ে অভিষেক হয়েছে সরফরাজ খানের। ইংল্যান্ডের বিপক্ষে খেলা নিজের প্রথম টেস্টে ফিফটি করে দিয়েছেন নিজের আগমনী বার্তা। আর তাতেই পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়