শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি বিপিএলে ব্যর্থতার দায় স্বীকার করলেন

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলের শেষ চারের লড়াই শুরু হচ্ছে সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে। বিপিএলে মাঠের পারফরম্যান্সের চেয়ে বিতর্কই ছিল বেশি আলোচনায়। ফ্র্যাঞ্চাইজিগুলোর অব্যবস্থাপনা, খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু, এমনকি ফিক্সিং বিতর্কও ছায়া ফেলেছে আসরের ওপর। এর ফলে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে স্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

পারিশ্রমিক বিতর্কের রেশ না কাটতেই ফিক্সিংয়ের অভিযোগ নতুন করে উত্তপ্ত করেছে দেশের ক্রিকেটাঙ্গন। এই পরিস্থিতিতে বিসিবি কার্যালয়ে এসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অনেক কিছুতে সমন্বয় ঠিকমতো হয়নি। এনএসসিতে (জাতীয় ক্রীড়া পরিষদ) একটা সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তারা খুঁজে দেখবে ভুল কোথায় হয়েছে। তিনি আরও যোগ করেন, এবারের বিপিএলে আমাদের শেখার ছিল অনেক, ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব। - চ্যানে২৪

বিপিএলে সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করায় মালিকের সঙ্গে আলোচনা করেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, রাজশাহীর মালিকের সঙ্গে কথা বলেছি। তাকে পারিশ্রমিক পরিশোধের জন্য বলেছি। যদি তিনি সময়মতো না দেন, তবে আমরা আইনি ব্যবস্থা নেব। 

এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ স্বীকার করেছেন যে, এবারের বিপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজি যাচাইবাছাই না করাই বড় ভুল ছিল। তিনি বলেন, রাজশাহী যা করেছে, তাতেই পুরো টুর্নামেন্টের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে এখানে আমাদেরও দায় আছে। ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়াতে আরও সতর্ক হতে হবে। 

ভবিষ্যতে পরিচ্ছন্ন বিপিএল আয়োজনের আশ্বাস দিয়ে ফারুক আহমেদ বলেন, আমরা বুঝতে পেরেছি এবারের চ্যালেঞ্জগুলো কী ছিল। ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে পুরো টুর্নামেন্ট পরিচালনার পরিকল্পনা করছি। যদি পাঁচ দলেরও হয়, তবু আমরা নিশ্চিত করব যেন বিপিএল লাভজনক হয়। তিনি আরও বলেন, ৯০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে, মাঠে ভালো খেলা হয়েছে, এই ইতিবাচক দিকগুলোও সামনে আনতে হবে। 

বিপিএলের এবারের আসর নানা বিতর্কের জন্ম দিলেও বিসিবি কর্তৃপক্ষ পরবর্তী আসরগুলো আরও পরিকল্পিতভাবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে বিপিএল কতটা পরিচ্ছন্নভাবে আয়োজন করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়