শিরোনাম
◈ এক মাস ধরে আমার পরিবার বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে খাচ্ছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেলেন ফখরুল, খসরু, লন্ডন থেকে যাচ্ছেন জাইমা রহমানও ◈ খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চিঠি ◈ শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের, অবরোধ ঘিরে সতর্ক পুলিশ ◈ ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে গণ্য করল যেসব দেশ ◈ সিলেট-১০ নম্বর কূপ থেকে জাতীয় গ্রীডে আসছে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত ◈ যে কারণে লাল গালিচা ব্যবহার করে খাল খননের উদ্বোধন করেন ৩ উপদেষ্টা ◈ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার করতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২১ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিক্সিংয়ের সাথে জড়িত প্রমাণ পেলে তাদের জীবন কঠিন করে তুলবো: বিসিবি সভাপতি 

স্পোর্টস ডেস্ক : এর আগে কখনো এতো এতো সমালোচনার জম্ম দেয়নি বিপিএল ঘিরে। এবার যেনো একের পর এক বিতর্ক। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু থেকে শুরু করে উঠেছে ফিক্সিং ইস্যু। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর দশ ক্রিকেটার আছেন সন্দেহের তালিকা। তবে কেউ যদি ফিক্সিংয়ের সাথে জড়িত থাকে। আর সেটি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সন্দেহের তালিকায় আছেন এনামুল হক বিজয় ও মোহাম্মদ মিঠুনের মতো ক্রিকেটারের নাম। তবে এখন পর্যন্ত কোনো কিছুই প্রমাণিত হয়নি। স্পট ফিক্সিংয়ের তদন্ত চলছে।
ফারুক বলেছেন, তদন্ত এখনও চলমান থাকায় আমাদের কিছু প্রোটোকল মেনে চলতে হয়। সে কারণে আমি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারব না। পুরো তালিকা এবং যেসব ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে সেসব আমাদের নজরে আছে এবং সেসব নিয়ে তদন্ত হচ্ছে।

কঠিন শাস্তির হুমকি দিয়ে তিনি আরও বলেন, যদি তদন্তে কোনো কিছু (প্রমাণ) বেরিয়ে আসে, এরপর যে কঠিন শাস্তি দেওয়া হবে সবাই জানেন। আমি যদি সেরকম কিছু পাই, তাদের জীবন কঠিন করে তুলবো, আমি কারও অপরাধের ছাড় দেবো না। সিদ্ধান্ত একটাই আসবে এবং সেটি সবার জন্যই প্রযোজ্য হবে। সেটি হবে দৃষ্টান্তমূলক।

বিপিএলে আগেও ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, দেশের শীর্ষস্থানীয় এক ক্রিকেটার শাস্তির মুখেও পড়েছিলেন। এবার সব কিছুকেই ছাপিয়ে গেছে বিপিএলের এগারোতম আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়