শিরোনাম

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:২০ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটার ইমনকে নিয়ে করা মন্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন চট্টগ্রামের মালিক 

চিটাগং মালিকের বক্তব্য ক্রিকেটারদের জন্য অপমানজনক বলে কদিন আগে মন্তব্য করেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানালেন, এমন মন্তব্য খুবই হতাশাজনক। 

বিসিবির নিয়ম মেনে ক্রিকেটারকে পারিশ্রমিক দেননি। কবে দেবেন, সেই বার্তাও ক্রিকেটারকে দেওয়া হয়নি।  এর মাঝেই পারভেজ হোসেন ইমনকে নিয়ে অসংলগ্ন মন্তব্য করেন চিটাগং কিংসের স্বত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী। সন্তুষ্ট না হওয়ায় ইমনকে পারিশ্রমিক দেননি জানিয়ে তিনি বলেন, তার টাকা গাছে ধরে না। তার এমন বক্তব্য ক্রিকেটারদের জন্য অপমানজনক বলে কদিন আগে মন্তব্য করেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানালেন, এমন মন্তব্য খুবই হতাশাজনক। 

শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের শেষ ম্যাচ চলাকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন ক্রীড়া উপদেষ্টা। কিছুক্ষণ খেলা উপভোগ করে পারিশ্রমিকসহ আরও কিছু ইস্যু নিয়ে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসেন তিনি। এই আলোচনায় ইমনকে নিয়ে করা মন্তব্যের কারণে চিটাগং স্বত্ত্বাধিকারীকে সতর্ক করেন আসিফ মাহমুদ। পরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তার সঙ্গে থাকা নাজমুল আবেদী জানান, ওই মন্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন সামির কাদের। 

ইমনকে নিয়ে সামির কাদেরের করা মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টা বলেন, 'এটা খুবই হতাশাজনক। আমরা আজকে ওনার সাথে কথা বলেছি। তাকে সতর্ক করেছি। কোনো খেলোয়াড়ের ব্যাপারে এমন মন্তব্য করার অধিকার তার নেই। খেলোয়াড়কে একটা চুক্তির মাধ্যমে তিনি নিয়েছেন, পারফরম্যান্স যেমনই হোক না কেন। এ জন্য আমরা সতর্ক করেছি। বিসিবিকেও আমরা বলেছি এই ব্যাপারে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় নিয়ম অনুযায়ী।'

একই প্রশ্নে বিস্তারিতভাবে ব্যাখা দেন নাজমুল আবেদীন। তিনি জানান, কেবল জাতীয় দলের ক্রিকেটার নয়, কোনো ক্রিকেটারের সঙ্গেই কথা বলার ধরন এমন হতে পারে না। ইমনের সাথে অমন আচরণ করা ঠিক হয়নি বলে মেনে নিয়েছেন সামির কাদের, এটাও জানান নাজমুল আবেদীন। তিনি বলেন,  'প্রশ্ন তুলেছিলেন আমাদের জাতীয় দলের খেলোয়াড়ের সঙ্গে আচরণগত কারণ নিয়ে। আজ সেই ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে আমাদের কথা হয়েছে। আমরা তাকে একেবারে পরিষ্কারভাবে জানিয়েছি যে, আমরা এতে খুবই অসন্তুষ্ট হয়েছি।'

'কেবল জাতীয় দলের খেলোয়াড় নয়, এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে, কারও সাথে কথা বলার ধরন এটা হতে পারে না, এই ধরনের আচরণ আমরা গ্রহন করবো না। উনি ক্ষমা চেয়েছেন, উনি স্বীকার করেছেন যে, উনার এই ব্যবহারটা ঠিক ছিল না, উনি ক্ষমা চেয়েছেন।' সামির কাদেরের ক্ষমা চাওয়ার ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে বিসিবি জানাবে কিনা, এমন প্রশ্নের জবাবে নাজমুল আবেদীন বলেন, 'দিতে পারি আমরা, কোনো অসুবিধা নাই।'

পারিশ্রমিক না দিয়েই ইমনের সম্পর্কে কেন অমন মন্তব্য করেছিলেন চিটাগংয়ের স্বত্ত্বাধিকারী? খোঁজ নিয়ে জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ার ব্যাপারটি নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছিলেন ইমন। কয়েকজন সতীর্থর সঙ্গে এ নিয়ে বাঁহাতি এই ওপেনারের কয়েক দফায় কথা হয়। পারিশ্রমিক না পেলে কী করা যেতে পারে, এ নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। ক্রিকেটারদের আলোচনার এই ব্যাপারটি পৌঁছে যায় সামির কাদের পর্যন্ত, এরপরই ইমনকে নিয়ে মন্তব্য করেন তিনি। উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়