শিরোনাম

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৩৫ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনিংস ও ২৪২ রানে লঙ্কানদের হারিয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক : ম্যাচ বাঁচানোর কিছুটা সুযোগ এসেছিল শ্রীলঙ্কার কাছে। কেননা বৃষ্টির কারণে তৃতীয় দিনের বেশির ভাগ সময় ভেস্তে যায়। কিন্তু চতুর্থ দিন সকালে ম্যাথিউ কুনেমানের ঘূর্ণিতে পুরো ধসে পড়ে স্বাগতিক ব্যাটিং লাইন-আপ। ফলো-অনে নেমে আবারও তারা কুপোকাত অস্ট্রেলিয়ার স্পিনারদের সামনে। ইনিংস ও ২৪২ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতে দুর্দান্তভাবে টেস্ট সিরিজ শুরু করেছে স্টিভেন স্মিথের দল।

গলে শনিবার সকালে মাত্র ৯ রানে নিজেদের শেষ ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১৬৫ রানে। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কিছুটা প্রতিরোধের চেষ্টা চালিয়েছিল স্বাগতিকরা। কিন্তু ন্যাথান লায়ন ও কুনেমানের ঘূর্ণিতে দিশেহারা হয়ে তারা অলআউট হয় ২৪৭ রানে। - অলআউট স্পোর্টস
এর আগে উসমান খাজার ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের সঙ্গে স্মিথ ও অভিষিক্ত জশ ইংলিসের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। সাদা পোশাকের ক্রিকেটে এশিয়ার মাটিতে এবং শ্রীলঙ্কার বিপক্ষে এটি ছিল অজিদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

রেকর্ড সংগ্রহের ম্যাচে রেকর্ড গড়েই জয় পেয়েছে স্মিথের দল। লঙ্কানদের মাটিতে সবচেয়ে বড় ব্যবধানে জয় এটি। এর আগে ১৯৮৩ সালে কেবল একবারই স্বাগতিকদের মাটিতে ইনিংস ব্যবধানে জিতেছিল অজিরা। এছাড়াও সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার এটি সবচেয়ে বড় জয়। আগের রেকর্ডটি ছিল ইনিংস ও ২০১ রানের, ২০১২ সালে মেলবোর্নে। পাশাপাশি নিজেদের ইতিহাসের চতুর্থ বড় জয় পেয়েছে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা।

অন্যদিকে শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার এটি। আগের রেকর্ডটি ছিল ইনিংস ও ২৩৯ রানে, ভারতের বিপক্ষে ২০১৭ সালে।

বৃষ্টির বাধায় তৃতীয় দিনে মোট ২৭ ওভার খেলা হয়েছিল। ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে এদিনের খেলা শুরু করা লঙ্কানদের ইনিংসের স্থায়িত্ব ছিল ১০ ওভার ২ বল। ১৫৬ রানে কুশল মেন্ডিসের উইকেটের পতনের পর দ্রæতই অলআউট হয় তারা। কুনেমানের শিকার ৫ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপর্যয় পিছু ছাড়েনি স্বাগতিকদের। ৬ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে তারা। তবে তৃতীয় উইকেটে দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের জুটিতে ম্যাচে ফেরার আভাস দেয় লঙ্কানরা। কিন্তু একই সেশনে আবারও চান্দিমালকে (৩১) তুলে নিয়ে ৬৯ রানের এই জুটি ভাঙেন লায়ন।

ম্যাথিউস (৪১), কামিন্দু মেন্ডিস (৩২), অধিনায়ক ধঞ্জয়া ডি সিলভা (৩৯) ও কুশল (৩৪) ব্যাট হাতে ভালো শুরু পেলেও তা ধরে রাখতে না পারায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ দিকে জেফ্রি ভ্যান্ডারসের আক্রমাণত্মক ব্যাটিংয়ে ৫৩ রান কেবল অস্ট্রেলিয়ার জয়ের অপেক্ষায় বাড়িয়েছে। ৪টি করে উইকেট নেন লায়ন ও কুনেমান।একই মাঠে আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়