শিরোনাম

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৩২ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছিল। শেষটাও হলো ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্স দিয়েই। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সেন্ট কিটসে বাংলাদেশ সময় ভোরে শেষ হওয়া ম্যাচে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান তুলতে পারে বাংলাদেশ। জবাবে টপ-অর্ডারের নিয়মিত তিন ব্যাটার না থাকায় শুরুতে স্বাগতিকদের কিছুটা চেপে ধরেছিলেন বোলাররা। তবে শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজসহ এই নিয়ে টানা নয়টি টি-টোয়েন্টি ম্যাচে হারল বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরুই এনে দেন দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। কিন্তু ৩৯ রানের ভেতর এই দুই ব্যাটার ফিরতেই কমতে থাকে রানের গতিও। ১২ বলে ১৩ রান করেন মুর্শিদা। দিলারা করেন ১৬ বলে ২১ রান।

তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং-অর্ডারকে ধসের হাত থেকে বাঁচান জ্যোতি। কিন্তু অপরপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি বাংলাদেশ অধিনায়ক। ইনিংসের শেষ বলে তিনি ৪৩ বলে ৩৩ রান করে তিনি রানআউট হন।

বল হাতে পাওয়ারপ্লের ভেতর দুই উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের চেপে ধরেন ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন। এরপর ৫৪ থেকে ৬১ রানের ভেতর আরও ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেন বোলাররা। কিন্তু এরপর আর কোনো উইকেট না পাওয়ায় হার দিয়েই সফর শেষ করতে হয় বাংলাদেশকে।

এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ইনিংস থামে ৯ উইকেটে ৯৫ রানে। ম্যাচ হারে ১০৬ রানে। প্রথম ম্যাচে ব্যাটারদের নৈপুণ্যে ১৪৫ রানের লক্ষ্য দেয় জ্যোতির দল। কিন্তু বোলিং ব্যর্থতায় ১৯ বল আগেই ৮ উইকেটে ম্যাচ হারে সফরকারীরা। এর আগে ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়