শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর বিদায়, ঢাকা ক্যাপিটালসে হারিয়ে প্লে-অফে খুলনা টাইগার্স 

নিজস্ব প্রতিবেদক : প্লে-অফে খেলতে অপেক্ষায় দুর্বার রাজশাহী আর খুলনা টাইগার্স মাঠের লড়াইয়ে প্লে-অফে খেলার স্বপ্নে। শেষ পর্যন্ত সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। অপেক্ষায় থাকা দুর্বার রাজশাহীর বিদায় এবারের বিপিএল থেকে। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে তানজিদ হাসান তামিমদের দেওয়া ১২৪ রানের লক্ষ্য ৬ উইকেট ও ১৯ বল হাতে রেখেই টপকে গেছে খুলনা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ঢাকাকে উড়ন্ত শুরু এনে দেন তামিম। নাসুম আহমেদের করা প্রথম ওভারেই তিনটি ছক্কা মেরেছেন তরুণ এ ব্যাটার। তবে তামিম যতটা আগ্রাসী ব্যাটিং করেছেন, তার সতীর্থরা ছিলেন ততটাই নীরব। ঢাকার এ ওপেনার ফিফটি তুলে নিলেও বাকিরা ছিলেন ব্যর্থ।

লিটন কুমার দাস আবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ। হাবিবুর রহমান সোহান ও ফারমানুল্লাহ শাফি ঢাকার চাপ বাড়িয়েছেন শুধু। ৮ বলে ৩ রান করেছেন সোহান, ফারমানুল্লাহর ব্যাট থেকে এসেছে ২০ বলে ৭ রান। মাঝেই ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তামিম। ঢাকার ওপেনার ইনিংসটি মেরেছেন ১টি বাউন্ডারি ও ৭টি ছক্কা। তামিম ব্যতীত ঢাকার হয়ে একশোর ওপরে স্ট্রাইকরেটে ব্যাট করতে পেরেছেন আর মাত্র দুইজন ব্যাটার। সাব্বির রহমান রুম্মন (১৭ বলে ২০) ও মেহেদী হাসান রানা (১১ বলে ১৩)। তাতেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে ঢাকা।

খুলনার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও উইলিয়াম বোসিস্তো। দুজনেই করেছেন কিপ্টে বোলিং। ৪ ওভারে মাত্র ৫ রান দিয়েছেন হাসান, বোসিস্তো দিয়েছেন ১০ রান।
রান তাড়ায় শুরুতে মোহাম্মদ নাঈম শেখ ও আফিফ হোসেনের উইকেট হারালেও খুলনাকে লড়াইয়ে রাখেন অধিনায়ক মিরাজ। ডানহাতি এ ব্যাটার করেছেন দুর্দান্ত ব্যাটিং। মুস্তাফিজুর রহমান-আবু জায়েদদের বেশ ভালোভাবে সামাল দিয়েছেন তিনি।

চলমান বিপিএলে ধারাবাহিকভাবে রান করা মিরাজ ৩৩ বলে তুলে নিয়েছেন ফিফটি। তাকে দারুণ সঙ্গ দেওয়া অ্যালেক্স রস করেছেন ১৯ বলে ২২ রান। এরপর বোসিস্তোকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান মিরাজ। তবে খুলনার জয়ের জন্য যখন ৪ রান প্রয়োজন তখন আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন বোসিস্তো। ২০ বলে তার ব্যাট থেকে এসেছে ১৮ রান। তবে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন মিরাজ। ৫৫ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭৪ রান করে অপরাজিত ছিলেন টাইগার্স অধিনায়ক। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়