শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০১ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনামুল হক বিজয় নিষেধাজ্ঞা নিয়ে কিছুই জানেন না, নেবেন আইনি ব্যবস্থা

বিপিএলের চলতি আসরে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে স্পষ্ট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ ইতোমধ্যে তদন্তও শুরু করেছে। একাধিক সংবাদমাধ্যমোর খবর অনুযায়ী টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়সহ ৯ জন ক্রিকেটার আছেন এই তালিকায়। এনামুলকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও দেশ ত্যাগের নিষেধাজ্ঞায় বিস্মিত এনামুল হক। বাংলা ট্রিবিউনকে তিনি জানিয়েছেন, এই ইস্যুতে আইনগত ব্যবস্থা নেবেন তিনি।

স্পর্শকাতর এই ইস্যুতে খুব বেশি কিছু বলতে চাইলেন না জাতীয় দলের এই ব্যাটার। এক প্রশ্নের জবাবে কেবল বলেছেন, ‘আমাকে নিয়ে এমন খবরে সত্যিই হতবাক, বিস্মিত হয়েছি। দেশত্যাগের নিষেধাজ্ঞা কেন দেওয়া হলো আমি জানি না। এই বিষয়ে বিসিবি থেকেও আমাকে কিছু জানায়নি। আমি সত্যিই অন্ধকারে আছি!’

একই রকম ইস্যুতে মিথ্যা খবরের প্রেক্ষিতে মুশফিকুর রহিম আইনি পদক্ষেপ নিয়েছিলেন। এনামুল এই বিষয়ে কী ভাবছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘অনেক বছর ধরেই ক্রিকেট খেলছি। পুরো সময়টাতে সম্মানের সঙ্গে ক্রিকেট খেলে গেছি। এই ধরনের খবর আমার জন্য ভীষণরকম বিব্রতকর। আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি অবশ্যই আইনি ব্যবস্থা নেবো।’

জানা যায়, বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে দেওয়া না হয়। যদিও এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হলে সেটা তুলে নেওয়া হবে শিগগির।

বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই হাফসেঞ্চুরির সঙ্গে আছে একটি সেঞ্চুরি। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়