শিরোনাম
◈ ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে একসঙ্গে ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫ ◈ প্রেসসচিব শফিকুল আলম আলোচিত সেই মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন ◈ দেশত্যাগে নিষেধাজ্ঞা এনামুল হক বিজয়ের ◈ চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্লে-অফের ড্র, ম্যানসিটি লড়বে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ◈ রিজওয়ানকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো পাকিস্তান ◈ কোন দল যাবে বিপিএলের প্লে-অফে? রাজশাহী না খুলনা, ফয়সালা আজ ◈ লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম সরানো হচ্ছে! ◈ চাকরির লোভ দেখিয়ে রাশিয়ায় পাচার: ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি নিহত ◈ ‌‌‘বিতর্কিত নন, কিন্তু জনসম্পৃক্ততা আছে—এমন একজনকে খুঁজছেন শেখ হাসিনা’ ◈ ফরিদপুরের দুই যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় গুলি করে হত্যা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫৩ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্লে-অফের ড্র, ম্যানসিটি লড়বে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২৫ শেষ ষোলোর প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের, যা হবে টানা চতুর্থ মৌসুমে নকআউট পর্বে এই দুই দলের লড়াই। সর্বশেষ মৌসুমে কোয়ার্টার ফাইনালে সিটিকে হারিয়েছিল রিয়াল।

শেষ ষোলোতে সরাসরি যোগ দিয়েছে শীর্ষ আট দল- লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাথলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিল ও অ্যাস্টন ভিলা। বাকি আট দল নির্ধারণ হবে প্লে-অফের মাধ্যমে, যেখানে মুখোমুখি হচ্ছে ৯ থেকে ২৪ নম্বর স্থান অধিকারী দলগুলো।

ড্র অনুযায়ী প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াইগুলো হলো-
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি,  বায়ার্ন মিউনিখ বনাম সেল্টিক, পিএসজি বনাম ব্রেস্ত, জুভেন্টাস বনাম পিএসভি, এসি মিলান বনাম ফেইনুর্দ, আটালান্টা বনাম ক্লাব ব্রুগা ও স্পোর্টি লিসবন বনাম ডর্টমুন্ড।

নিয়মানুযায়ী, ২২তম স্থানে থাকা ম্যানচেস্টার সিটি জানত তাদের প্রতিপক্ষ হবে ১১তম রিয়াল বা ১২তম বায়ার্নের মধ্যে একটি। ড্রয়ে সিটি পেয়েছে রিয়ালকে, অন্যদিকে বায়ার্নের প্রতিপক্ষ সেল্টিক। এই প্লে-অফ ম্যাচগুলো আগামী মাসে অনুষ্ঠিত হবে, যেখানে বিজয়ী দলগুলো শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়