শিরোনাম
◈ ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে একসঙ্গে ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫ ◈ প্রেসসচিব শফিকুল আলম আলোচিত সেই মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন ◈ দেশত্যাগে নিষেধাজ্ঞা এনামুল হক বিজয়ের ◈ চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্লে-অফের ড্র, ম্যানসিটি লড়বে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ◈ রিজওয়ানকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো পাকিস্তান ◈ কোন দল যাবে বিপিএলের প্লে-অফে? রাজশাহী না খুলনা, ফয়সালা আজ ◈ লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম সরানো হচ্ছে! ◈ চাকরির লোভ দেখিয়ে রাশিয়ায় পাচার: ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি নিহত ◈ ‌‌‘বিতর্কিত নন, কিন্তু জনসম্পৃক্ততা আছে—এমন একজনকে খুঁজছেন শেখ হাসিনা’ ◈ ফরিদপুরের দুই যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় গুলি করে হত্যা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫০ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজওয়ানকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : হাইব্রিট এই টুর্নামেন্ট পাকিস্তান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। শিরোপা পুণরুদ্ধারের চেষ্টায় সর্বোচ্চ চেষ্টায় করবে দলটি। তাই তারকা খেলোয়াড়দের নিয়ে আসরের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুক্রবার (৩১ জানুয়ারি) আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। যদিও টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করা যেতে পারে।
তবে ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একই দল একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে, যা অনুষ্ঠিত হবে করাচি ও লাহোরে। এই সিরিজে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

সবশেষ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত শেষ ওয়ানডে সিরিজের দল থেকে চারটি পরিবর্তন আনা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব এবং সুফিয়ান মাকিম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ এবং সাউদ শাকিল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ’ গ্রুপে খেলবে এবং ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দলটি। এরপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।

পাকিস্তানের স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তাইয়ুব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন এবং উসমান খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়