শিরোনাম
◈ যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন: আইএসপিআর ◈ সুইজারল্যান্ডের সহযোগিতা বন্ধ: এতে বাংলাদেশে কী প্রভাব পড়বে? ◈ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করলো ইসলামিক ফাউন্ডেশন ◈ খালেদা জিয়া অনেকটাই সুস্থ, হোম ভিজিট সিস্টেমে চলছে চিকিৎসা ◈ ওয়াশিংটনের রেশ না কাটতেই ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে ◈ আওয়ামী লীগের কর্মসূচির প্রথম দিন: ঢাকায় লিফলেট বিতরণ ◈ ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে একসঙ্গে ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫ ◈ প্রেসসচিব শফিকুল আলম আলোচিত সেই মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন ◈ দেশত্যাগে নিষেধাজ্ঞা এনামুল হক বিজয়ের ◈ চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্লে-অফের ড্র, ম্যানসিটি লড়বে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৬ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন মিঠুন, বললেন সম্মানহানি হলে ছাড় দেবো না

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে ক্রিকেটারদের মান যাচ্ছে তাই। তাদের পারফরম্যান্স আর কর্মকা- আরও বেশি প্রশ্ন উঠেছে ক্রিকেট ভক্তদের মনে। বেশ কিছু ম্যাচেই ওয়াইড বলে ৫ রান দেয়া, টানা তিনটা ওয়াইড দেয়ার মতো অস্বাভাবিক অনেক ঘটনা ঘটেছে। যা নিয়ে স্পট ফিক্সিং নিয়ে মানুষের মনে অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

সবার মনে যখন সন্দেহের অবকাশ হয়েছে তখন ‘ফিক্সিং নিয়ে হাঁড়ির খবর ফাঁস! আকু'র নজরদারিতে ১০ ক্রিকেটার।’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দেশের বেসরকারি চ্যানেল এখন টিভি। প্রতিবেদনে তারা জানায়, ফিক্সিং সন্দেহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) অন্তত ১০ জন ক্রিকেটার এবং চারটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে তদন্ত করছে। যেখানে ক্রিকেটারদের নামও প্রকাশ করেছে তারা।- ক্রিকফ্রেঞ্জি

এনামুল হক বিজয়, থিসারা পেরেরা, আরিফুল হকদের মতো ক্রিকেটারের পাশাপাশি মোহাম্মদ মিঠুনেরও নাম ছিল সেখানে। প্রতিবেদনে বলা হয়েছে মিঠুনের বিরুদ্ধে একটি এবং চিটাগং কিংসের বিরুদ্ধে দুটি ঘটনা নিয়ে তদন্ত করছে এসিইউ। ম্যাচ শেষে বাসে উঠে ফোন হাতে নিয়ে এমন খবর শুনতে পান মিঠুন। এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন চিটাগংয়ের অধিনায়ক। মিঠুন জানান, তাকে নিয়ে কেউ সম্মানহানি করলে সেটা তিনি ছাড় দেন না।

চিটাগংয়ের প্রকাশিত এক ভিডিওতে মিঠুন বলেন, ‘ম্যাচ জেতার পর দিনশেষে কিন্তু আমার খুশি থাকার কথা। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নাই, আমি ‍শুধু ইউটিউব ফলো করি। এটাই একমাত্র অ্যাপস যেটাতে আমি টুকটাক খবর দেখি। বাসে ওঠার পরে আমি নিউজটা দেখি, আপনি যদি প্রতিক্রিয়া জানতে চান আমার কিন্তু একবারও মন খারাপ হয়নি বা আমার ভেতরে কোন শঙ্কা কাজ করেনি। কারণ আমি জানি আমি কী। আমার ভেতরে কী আছে আমার থেকে ভালো কেউ জানে না।’

‘বিষয় হচ্ছে আমি জানি আমি কী, আমার পরিবার, বন্ধুরা জানে কিন্তু দুনিয়া জানে না আমি কী। আপনার একটা নিউজের কারণে কিন্তু আমার সম্মানহানি হচ্ছে। আমার যে ১৫ বছরের সম্মান, সেই সম্মানটা নষ্ট হচ্ছে। আপনি যদি একটা ভিউয়ের জন্যে নিউজ করেন, আপনি হয়ত ৫০ হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু এটা আমার কাছে ৫০ কোটি টাকার থেকেও বেশি। আমার মানহানি মানে... কারণ এই বিষয়টাতে আমি কখনও ছাড় দিই না। আমার সম্মান নিয়ে কেউ খেলবে এটা নিয়ে আমি কোন ছাড় দিই না।’

সবশেষ কয়েক বছর ধরেই আইসিসির দুর্নীতি দমন ইউনিট থেকে লোক নিচ্ছে না বিসিবি। তবে নিজেদের মতো করে এসিইউ বানিয়ে ফিক্সিং আটকানোর চেষ্টা করে দেশটির ক্রিকেট বোর্ড। চলমান বিপিএলে প্রতিটি দলের সঙ্গে একজন করে প্রতিনিধি দেয়া হয়েছে। যারা প্রতিটি ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজিদের গতিবিধি নজরে রাখছে। যদিও তাদের পুরনো খরচ ফ্র্যাঞ্চাইজি চালানোয় তাদের কাজ নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে বলে অনেকে মনে করেন।

নিয়ম অনুযায়ী, চিটাগংয়ের সঙ্গেও এসিইউয়ের একজন প্রতিনিধি দেয়া হয়েছে। মিঠুনের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ দেখে চমকে গেছেন সেই প্রতিনিধি। এমন খবর জানিয়েছেন মিঠুন নিজেই। চিটাগংয়ের অধিনায়কও এও জানিয়েছেন, এসিইউয়ের সেই প্রতিনিধিই নাকি তাকে আইনগত ব্যবস্থা নিতে বলছেন। মিঠুনের দাবি, তার বিরুদ্ধে যদি এমন অভিযোগ থাকতো তাহলে তো সেই ব্যক্তি এমন কথা বলতো না।
মিঠুন বলেন, সামির ভাই যেটা বলল মিডিয়াতে উনারা বলছে আকসু থেকে পেয়েছে। কই আকসু থেকে তো আমার কাছে কোন প্রশ্ন করেনি।

আমার নামে যদি কোন অভিযোগ থাকে আকসু তো প্রথমে আসবে আমার কাছে। সে এসে আমাকে বলবে আপনার নামে এই ধরনের অভিযোগ আছে। এই ধরনের কোন বিষয় নিয়ে তো আসেনি। আমাদের দলের সাথেও তো আকসু আছে। প্রত্যেকটা দলের সঙ্গে কিন্তু একজন করে আকসু প্রতিনিধি আছে। আমাকে প্রথম অ্যাপ্রোচ করেছে আমাদের দলের সঙ্গে যিনি (আকসু প্রতিনিধি) আছেন তিনি।’
উনি এসে আমাকে বলেছে ভাইয়া আমি খুব লজ্জিত অনুভব করছি। আপনি এটার বিরুদ্ধে অ্যাকশনে যান। উনার যদি আমার প্রতি ওতটুকু বিশ্বাস না থাকত তাহলে উনি এ কথা বলতো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়