শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪২ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন দল যাবে বিপিএলের প্লে-অফে? রাজশাহী না খুলনা, ফয়সালা আজ

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুটি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। এরপর শুরু হবে প্লে-অফের লড়াই। ইতোমধ্যে তিনটি দল প্লে-অফ নিশ্চিত করেছে। অপেক্ষা কেবল আর একটি দলের। সেই শেষ স্থান নিশ্চিত করার দৌড়ে রয়েছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স।

ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং চিটাগং কিংস ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে। ফলে এখন একমাত্র বাকি থাকা স্থানের জন্য লড়াই করছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। তবে চমকপ্রদ বিষয় হলো, এই দুটি দলের ভাগ্য এখন নির্ভর করছে ঢাকা ক্যাপিটালসের ওপর, যারা ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

দুর্বার রাজশাহী তাদের নির্ধারিত ১২টি ম্যাচ ইতোমধ্যে খেলে ফেলেছে। ৬ জয় ও সমান হারে ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। তবে তাদের আর কোনো ম্যাচ বাকি নেই। তাই তাদের প্লে অফ নিশ্চিত করতে হবে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে।

এই ম্যাচে যদি ঢাকা ক্যাপিটালস জয় পায়, তাহলে দুর্বার রাজশাহী হবে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করা দল। তবে ঢাকার বিপক্ষে যদি খুলনা টাইগার্স জয়ী হয়, তাহলে খুলনা টাইগার্স পয়েন্ট টেবিলে রাজশাহীর সমান ১২ পয়েন্ট অর্জন করবে এবং রানরেটের কারণে প্লে-অফ নিশ্চিত করবে খুলনা।

বর্তমানে রাজশাহী কিংসের রানরেট -১.০৩০, অন্যদিকে খুলনা টাইগার্সের রানরেট ০.০৫০। তাই যদি খুলনা টাইগার্স আগামী ম্যাচে জয়ী হয়, তবে তারা রানরেটের সুবিধা নিয়ে প্লে অফে জায়গা করে নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়