শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছে না অধিনায়কদের অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে গিয়ে ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে অস্বীকৃতি জানানোয় আগে থেকেই শঙ্কা ছিল টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কদের  অনুষ্ঠান ‘ক্যাপ্টেনস ইভেন্ট’ আয়োজন নিয়ে। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ শুরু হতে যাওয়ার আগে হচ্ছে না ক্যাপ্টেনস ইভেন্ট ও ট্রফি নিয়ে অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোশুট।
আইসিসির যেকোনো টুর্নামেন্ট শুরুর আগে সাধারণত স্বাগতিক দেশে ক্যাপ্টেনস ইভেন্ট আয়োজন করা হয়ে থাকে। সেখানে অংশগ্রহণকারী প্রতিটি দেশের অধিনায়ক টুর্নামেন্টে নিজেদের ভাবনা তুলে ধরেন এবং সবাই মিলে শিরোপার সঙ্গে ছবি তোলেন।
তবে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ২৯ বছর পর পাকিস্তানে আইসিসির কোনো আসর অনুষ্ঠিত হতে গেলেও এবার তা থাকছে না। এমনকি হবে না কোনো উদ্বোধনী অনুষ্ঠানও। কিন্তু আগামী ১৬ ফেব্রুয়ারি লাহোরে একটি অনুষ্ঠান আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির বরাত দিয়ে এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, দুটি দেশে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ায় লজিস্টিক্যাল কারণে এবারের অধিনায়কদের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। অন্যদিকে টুর্নামেন্ট শুরুর আগে সব দল পাকিস্তানে না আসার কারণও বলা হয়। ১৯ ফেব্রুয়ারি, তথা টুর্নামেন্ট শুরুর দিন দেশটিতে পা রাখবে অস্ট্রেলিয়া।

এর আগে ক্যাপ্টেনস ইভেন্টে যোগ দেওয়ার জন্য ভারত অধিনায়ক রোহিত শর্মার পাকিস্তানে না যাওয়ার বিষয়ে গত সপ্তাহে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছিল। সে সময় ক্রিকইনফোকে বিসিসিআই জানায়, রোহিতের পাকিস্তানে যাওয়া নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। এমনকি এটি তাদের আলোচ্য বিষয়তেও ছিল না।

বিসিসিআইয়ের চাপের মুখে এবারের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হবে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। তারা ফাইনালে উঠলে শিরোপা লড়াইটিও হবে সেখানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়