শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৫২ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সান্তোসে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের প্রেসিডেন্ট বিষয়টি আগেই জানিয়েছিলেন। এবার শৈশবের ক্লাবটিতে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন নেইমার নিজেই।

চোটজর্জরিত নেইমারের ক্যারিয়ারে বেশ বড় ধাক্কা হয়ে আসে ২০২৩ সালের অক্টোবরে পাওয়া বাঁ হাঁটুর চোট। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে।
আল-হিলালের হয়ে মাঠে ফেরার দুই ম্যাচ পর আবারও নতুন করে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় ছিটকে যান দল থেকে। এরপর গত সোমবার পারস্পরিক সমঝোতায় সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদের ছয় মাস বাকি থাকতে তা বাতিল করে দুই পক্ষ। ২০২৩ সালে পিএসজি থেকে ৯ কোটি ইউরো ট্রান্সফার ফিতে আল-হিলালে যোগ দেওয়ার পর চোটের কারণে মাত্র সাতটি ম্যাচে মাঠে নামেন নেইমার।

এরপরই নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি জানান ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তেইসেইরা। শুক্রবার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সান্তোসে ফেরার বিষয়টি নিশ্চিত করে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন নেইমার। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার আগে সাও পাওলোর ক্লাবটিতে খেলেন তিনি।

আবারও সান্তোসে যোগ দেওয়াকে সময়কে পিছিয়ে নেওয়ার মতো অনুভূতি হিসেবে অভিহিত করে নেইমার জানান, নিজের পুরোনো ছন্দ ও ফিটনেস খুঁজে পেতে তার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না।

আগামী বছরগুলোর চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে আমার ভালোবাসার প্রয়োজন, যা শুধু সান্তোসের মতো ক্লাবই দিতে পারে। ইএসপিএন জানায়, ইউরোপের শীর্ষ লিগগুলোতে ফেরার আগে সান্তোসের সঙ্গে ছয় মাসের সংক্ষিপ্ত চুক্তি করবেন নেইমার।
অন্যদিকে বার্তা সংস্থা এপি-কে সান্তোসের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় সাও পাওলোর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন নেইমার। সেখান থেকে হেলিকপ্টারে করে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে যাবেন। চুক্তি স্বাক্ষরের পর সন্ধ্যায় ক্লাব সমর্থকদের সামনে তাকে পুনরায় পরিচয় করিয়ে দেওয়া হবে।

ইএসপিএনের সূত্র মতে, আগামী ৫ ফেব্রুয়ারি বোতাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়ে সান্তোসের হয়ে মাঠে নামতে পারেন নেইমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়