শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৯ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকুয়েডরকে ৩-২ গোলে হারালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ৬-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে সেই হার কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর সর্বশেষ ম্যাচে ইকুয়েডরকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

এই জয়ে ব্রাজিল যেমন নিজেদের পরের পর্ব নিশ্চিত করেছে, তেমনি আর্জেন্টিনারও উপকার করেছে। যদি ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি ড্র হতো, তাহলে আর্জেন্টিনার পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে অপেক্ষা বাড়ত। কিন্তু ব্রাজিলের জয়ে এখন আর্জেন্টিনা নির্ভার থাকতে পারছে। - চ্যানেল২৪
আর্জেন্টিনা এর আগে কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র করার পর বলিভিয়াকে ১-০ গোলে হারায়। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭, যা তাদের ফাইনাল রাউন্ডে পৌঁছে দিয়েছে। কলম্বিয়া ও ব্রাজিলও ইতোমধ্যে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে। কলম্বিয়ার পয়েন্টও তিন ম্যাচে ৭, আর ব্রাজিলের ৬।

শেষ ম্যাচে ব্রাজিল কলম্বিয়ার মুখোমুখি হবে। যদি ব্রাজিল এই ম্যাচে না জিততে পারে, তবুও তারা পরবর্তী রাউন্ডে থাকবে। অন্যদিকে, ইকুয়েডর যদি শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারায়, তাহলেও তাদের পরবর্তী রাউন্ডে যাওয়া সম্ভব হবে না, কারণ মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল এগিয়ে আছে।

ব্রাজিল-ইকুয়েডর ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ব্রাজিল। প্রথমার্ধেই তারা ৩-০ গোলের লিড নেয়, যেখানে ডেভিড ওয়াশিংটন দুটি ও সিলভা নগুয়েইরা একটি গোল করেন। দ্বিতীয়ার্ধে ইকুয়েডর দুটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ব্রাজিল ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে।

দিনের অন্য ম্যাচে কলম্বিয়া ৩-২ গোলে বলিভিয়াকে হারিয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে। ব্রাজিল তাদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আগামীকাল শনিবার দিবাগত রাত তিনটায়। একই সময়ে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়