শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফুল ফিক্সিং করলে ওরাই ব্যবস্থা নিবে,  সিলেটের কোচ ইমন

 স্পোর্টস ডেস্ক : একের পর এক বির্তকের জন্ম দিয়ে যাচ্ছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে)। যার সবশেষ সংযোজন, বেশ কিছু প্লেয়ারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ। তাদের মধ্যে অন্যতম সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক। এ প্রসঙ্গে কথা বলেছেন দলটির হেড কোচ মাহমুদ ইমন।

সিলেটের এ কোচ বলেন, তথ্য প্রমাণের ভিত্তিতে ওরাই ব্যবস্থা নিবে। আলাদা ডিপার্টমেন্ট আছে ওরাই কাজ করে। পয়েন্ট তালিকার তলানিতে থেকে শেষ হয়েছে সিলেটের এবাররের বিপিএল অধ্যায়। ১২ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিততে পেরেছে চায়ের শহরের ফ্র্যাঞ্চাইজিটি।

মাহমুদ ইমন বলেন, আমাদের শুরুটা প্রত্যাশার মধ্যে ছিল। শুরুটা আমি খারাপ বলব না। দল গঠন থেকে শুরু করে সবকিছু। সিলেটে আমাদের প্রথম দিকে বড় খেলাগুলাই ছিল। কাগজে বড় রংপুর এবং বরিশাল, যদিও টি-টোয়েন্টিতে আমি এটা বিশ্বাস করি না। যাদের উপর প্রত্যাশা বেশি ছিল তাদের পারফরম্যান্স আপ এন্ড ডাউন ছিল। তাদের পারফরম্যান্সটা পেলে হয়ত ভালো কিছু হতো। এটা আমাদের প্রথম বিপিএল, যা হয়ত পয়েন্ট টেবিলই বলে দেয়। আমার অভিজ্ঞতা কেমন হয়েছে।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন জাকের আলী অনিক। তবে এবারের বিপিএল খুব একটা ভালো যায়নি ডানহাতি এ ব্যাটারের। অন্যদিকে টুর্নামেন্টের শুরুর দিকে নিয়মিত রান করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি জাকির হাসান।

জাকির হাসান এবং জাকের আলী অনিকের পারফরম্যান্স নিয়ে ইমন বলেছেন, এটাই বললাম যেহেতু জাতীয় দলের প্লেয়ার। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। তাদের পারফরম্যান্স আসলে নিজেদের পাশাপাশি দলের লাভ হতো। ধারাবাহিকতা দরকার ছিল। পারলে হয়তো দলকে ভালো অবস্থানে নিতে পারতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়