শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

স্পোর্টস ডেস্ক : দুই ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেড উয়েফা ইউরোপা লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে । বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে মাঠে গড়ায় আসরের একাধিক ম্যাচ। রোমানিয়ার ক্লাব এফসিএসবি’কে ২-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। এফসিএসবি’র মাঠে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে ইংলিশ ক্লাবটি। তবে ফিনিশিংয়ের অভাবে ডেডলক ভাঙতে পারছিল না তারা। ফলে প্রথমার্ধ গোলশুন্য রেখে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে দিয়াগো দালোতের ফিনিশিংয়ে ১-০ গোলের লিড নেয় রেড ডেভিলসরা। ৮ মিনিটের ব্যবধানে গারনাচোর অ্যাসিস্ট থেকে স্কোরলাইন ২-০ করেন কোবে মাইনো। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে, সুইডিশ ক্লাব এলফবোর্গকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে প্রথমার্ধে সুবিধা আদায় করে নিতে পারেনি টটেনহ্যাম। গোলশুন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে নড়েচড়ে বসে স্বাগতিকরা।

ডেডলক ভাঙতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত। স্কার্লেটের গোলে লিড পায় স্পার্স। এরপর ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অজাই। শেষদিকে, ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে স্টিভেন মোরের ফিনিশিংয়ে ৩-০ গোলের জয় নিশ্চিত করে টটেনহ্যাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়