শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০৩:১৭ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরচুন বরিশাল ছাড়া বাকি ৬ ফ্রাঞ্চাইজির নিবন্ধন ফি এখনো বকেয়া 

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএল শেষের পথে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের। তবে চলতি আসরে অংশ নেয়া সাত ফ্র্যাঞ্চাইজির মধ্যে ৬টি ফ্র্যাঞ্চাইজিই নিবন্ধন ফি পুরোপুরি পরিশাধ করেনি। অথচ বিপিএলে অংশ নিতে হলে ফ্র্যাঞ্চাইজিদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়, যার মধ্যে রয়েছে মোটা অঙ্কের নিবন্ধন ফি ও ব্যাংক গ্যারান্টি প্রদান। 

নিয়মনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে প্রতি বছর দেড় কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি বিসিবিকে পরিশোধ করতে হয়। এই ফি না দিলে কোনো দলেরই খেলায় অংশ নেয়ার অনুমতি থাকার কথা নয়। এক বছর আগেও এই নিয়ম কঠোরভাবে মানা হতো। কিন্তু দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে বিসিবির অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে, যার ফলে ফি পরিশোধ না করেও বেশিরভাগ ম্যাচ খেলতে পেরেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিসিবির এক পরিচালক জানিয়েছেন, একমাত্র ফরচুন বরিশাল ছাড়া বাকি ছয়টি দলই এখনও তাদের ফ্র্যাঞ্চাইজি ফি পুরোপুরি পরিশোধ করেনি। রংপুর রাইডার্স মঙ্গলবার ৫০ লাখ টাকার চেক দিয়েছে, তবে তাদের এখনও ১ কোটি টাকা বকেয়া রয়েছে। এছাড়া, বাকি পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নিবন্ধন ফি ১৫ থেকে ৩০ লাখ টাকা করে বকেয়া রয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের এক বৈঠকে এই বকেয়া ফি নিয়ে আলোচনা হয়েছে। বিসিবি কী পদক্ষেপ নেবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়