শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০৩:০২ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের খুশদিলকে মিস করছে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক : রংপুর রাইডার্স এবারের বিপিএলে টানা ৮ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে। যদিও গ্রুপ পর্বের শেষ ৪টি ম্যাচেই হেরেছে তারা। ফলে তাদের এলিমিনেটরে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। দলটির প্লে অফ নিশ্চিত করতে বড় ভ‚মিকা রেখেছেন অলরাউন্ডার খুশদিল শাহ।

এই অলরাউন্ডার ৮ ম্যাচে ২৯৮ রান করেছেন। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। তাকেই কিনা প্লে অফে পাবে না রংপুর। কারণ খুশদিল পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে ডাক পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলেও জায়গা পেতে পারেন এই অলরাউন্ডার।

রংপুরের হয়ে গেøাবাল সুপার লিগেও খেলেছেন খুশদিল। এই দলের হয়ে পারফর্ম করেই পাকিস্তান দলে সুযোগ পাওয়ার দ্বারপ্রান্তে তিনি। এটা ভেবে ভালো লাগলেও তার বিকল্প খুঁজে নিতে হচ্ছে রংপুরের। রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম জানিয়েছেন খুশদিলের শূন্যতা অনুভব করা স্বাভাবিক তাদের জন্য।

খুলনার বিপক্ষে হারের পর তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'বিপিএল থেকে যখন একটি প্লেয়ার জাতীয় দলে ডাক পাবে অনেক বড় একটি শুন্যতা দলে রেখে যাবে সে। খুশদিলের মতো প্লেয়ার যে আপনাকে বোলিং অপশন দিত ৪ ওভারের। ব্যাটিং অপশন দিত। তার শূন্যতা অনুভব করা স্বাভাবিক। 

এ বছর আমরা চেষ্টা করেছি যাদের আমরা আনি তারা যেন পুরো আসরে থাকে। খুশদিল জাতীয় দলের ধারেকাছেই ছিল না। আমাদের আনন্দ লাগছে খুশদিল রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি কাপ ও এখানে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েছে।

গুঞ্জন আছে রংপুরের হয়ে প্লে অফে খেলতে আসতে পারেন এক ঝাঁক বিদেশি ক্রিকেটার। এর মধ্যে জোরেশোরেই শোনা যাচ্ছে ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড ও সুনীল নারিনের নাম। তবে তাদের আসা বা না আসার বিষয়টি নির্ভর করছে আইএল টি-টোয়েন্টিতে তাদের দলে প্লে অফে খেলা না খেলার ওপর। বাকি দলগুলোও নিজেদের শক্তিশালী করতে সবরকমের চেষ্টা করবেই বলে ধারণা তানিমের।

তিনি বলেছেন, তাকে না পাওয়ায় আমাদের খারাপ লাগছে। আপনারা বলছেন আমরা নতুন করে প্লেয়ার আনছি। আমাদের এখন খুশদিলের বিকল্পও আনতে হচ্ছে। আমরা এভাবেই চিন্তা করছি। এখানে টাকা কোনো সমস্যা না কোনো কিছুই সমস্যা না। যারা কোয়ালিফাই করেছে তারা জেতার জন্য যা প্রয়োজন তাই করবে। আমরা সেটাই চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়