শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে ফিক্সিং সন্দেহ, তালিকায় ১০ ক্রিকেটার

একের পর এক কাণ্ডে প্রশ্নবিদ্ধ এবারের বিপিএল। নানা অনিয়মে জমেছে বিতর্কের পাহাড়। চারিদিক থেকে ছুটে আসছে সমালোচনার বিষবাণ। ‘ভাঙাচোরা’ এই আসর নিয়ে এবার উঠেছে স্পট ফিক্সিংয়ের অভিযোগ!

পারিশ্রমিক নিয়ে জটিলতা, অনুশীলন বয়কট, বিদেশী ক্রিকেটারদের খেলা বর্জন, হঠাৎ করে হোটেল বদল, হোটেল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশনার মতো নানা কাণ্ড ঘটে যাচ্ছে এবারের বিপিএলে।

পরিস্থিতির ইতিবাচক সমাধানে বিসিবিও হিমসিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে মাথাচাড়া দিয়ে উঠেছে আরো একটা বিতর্ক। দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন দল ও ক্রিকেটারদের বিরুদ্ধে।

৩০ ডিসেম্বর শুরু টুর্নামেন্টে এখন পর্যন্ত ঢাকা, সিলেট ও চট্টগ্রামের আয়োজিত বেশ কিছু ম্যাচে এমন কিছু ঘটনা আছে, যেগুলো খালি চোখেই সন্দেহের উদ্রেক করে। এমতাবস্থায় হাড়ির খবর বের করতে নেমেছে আকসু।

বিসিবি’র দুর্নীতি দমন সংস্থার (আকসু) অভিযুক্তদের একটা তালিকাও তৈরি করেছে। যদিও সেই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে একটি স্থানীয় টেলিভিশনে এরই মধ্যে ১০-১২ জন ক্রিকেটারের নাম দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সেই টিভি চ্যানেলে প্রকাশিত নামগুলোতে রয়েছেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, নাজমুল অপু, থিসারা পেরেরা, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, আলাউদ্দীন বাবু, শুভম রঞ্জনে ও মোসাদ্দেক সৈকত।

অভিযুক্তদের মাঠ ও মাঠের যাবতীয় কর্মকাণ্ড নিবিঢ় পর্যবেক্ষণ করা হচ্ছে। জানা গেছে, সন্দেহভাজনদের বিপক্ষে উপযুক্ত দলিল ও প্রমাণ খোঁজা হচ্ছে। দালিলিক প্রমাণ মিললেই সরাসরি জিজ্ঞাসাবাদ পর্ব শুরুর সম্ভাবনাও আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়