শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো হারল রংপুর, টিকে থাকল খুলনার সুপার ফোরে যাওয়ার আশা

টানা আট জয়ে সুপার ফোর নিশ্চিত করার পর রংপুর রাইডার্স টানা চার ম্যাচে হারের স্বাদ পেয়েছে। বৃহস্পতিবার খুলনা টাইগার্স তাদের ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে। এই জয়ে খুলনার সুপার ফোরে যাওয়ার আশা টিকে থাকল।

খুলনার বড় জয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনার নাঈম শেখ। তার সেঞ্চুরিতে খুলনা ৪ উইকেট হারিয়ে ২২০ রান তোলে।

জবাবে সৌম্য সরকার ফিফটি করলেও দলকে জয়ের পথে তুলতে পারেননি। অবশ্য রংপুরের অন্য ব্যাটররাও ব্যর্থ হয়েছেন। এতে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে আটকে যায় নুরুল হাসান সোহানের দল।

টস জিতে প্রথমে ব্যাট করা খুলনার হয়ে নাঈম শেখ ৬২ বলে হার না মানা ১১১ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আটটি ছক্কার সঙ্গে সাতটি চারের শট আসে।

খুলনা শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করে। ওপেনার মেহেদী মিরাজ ১২ বলে ২১ রান করেন। দুটি ছক্কা ও একটি চার আসে তার ব্যাট থেকে। উইলিয়াম বসিস্টো ২১ বলে ৩৬ রান যোগ করেন। মাহিদুল অঙ্কন ১৫ বলে ২৯ রানের ভালো ইনিংস খেলেন।

জবাবে খুলনার সৌম্য সরকার ৪৮ বলে ৭৪ রান করেন। তিনি ছয়টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। কিন্তু দলের দরকারের সময় ঝড় তুলতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়া ইফতিখার ১৫ বলে ১৯ ও শেখ মাহেদী ১৪ বলে দুটি করে চার ও ছক্কায় ২৭ রান করেন।

খুলনার একাদশে ঢোকা পেসার মুশফিক হাসান দারুণ বোলিং করেছেন। তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। মোহাম্মদ নওয়াজ ১ ওভারে ৮ রান দিয়ে নেন ২ উইকেট। হাসান মাহমুদ তার ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ১ উইকেট। তবে আবু হায়দার রনি খরুচে ছিলেন। তিনি ৪ ওভারে ৫৪ রান দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়