শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:০২ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আন্দ্রে রাসেল ও ডেভিড ওয়ার্নারসহ ৫ বিদেশি আসছে রংপুরের হয়ে খেলতে 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ দিকে এসে নিজেদের শক্তি বাড়ানোর মিশনে নেমেছে রংপুর রাইডার্স। লম্বা সময়ের শিরোপা খরা কাটাতে প্লে-অফের জন্য আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড এবং আসিফ আলীর মতো ক্রিকেটারদের নিয়ে আসছে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। রংপুর ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের লিগের সবশেষ কয়েক আসরের নিয়মিত ক্রিকেটার রাসেল ও নারিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শেষের দিকে খেলতে আসতেন তারা। বিপিএলের চারবারের চ্যাম্পিয়নরা এবার না থাকায় ভিন্ন দলের জার্সিতে দেখা যাবে তাদেরকে। বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন রাসেল ও নারিন। - ক্রিকফ্রেঞ্জি 

আবু ধাবির হয়ে ৭ ম্যাচে ১১৮ রান করেছেন রাসেল। বোলিংয়ে ডানহাতি পেসার নিয়েছেন মাত্র দুটি উইকেট। আরেক ক্রিকেটার নারিন বোলিংয়ে ২ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ২২ রান। ৭ ম্যাচের মাত্র তিনটিতে জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের চারে আছে তারা। তাদের দলের সেরা চারে যাওয়ার উপর নির্ভর করবে রংপুরের হয়ে তারা দুজনে কয়টা ম্যাচ খেলবেন। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ায় বিগ ব্যাশের এবারের আসরে সিডনি থান্ডারের হয়ে ১২ ম্যাচ খেলেছেন ওয়ার্নার। তিন হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪০৫ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। দারুণ ছন্দে থাকা ওয়ার্নারের চুক্তি আছে দুবাই ক্যাপিটালসের সঙ্গে। ৮ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের তিনে। তাঁর সঙ্গেও চুক্তি করেছে রংপুর। 

বিপিএলে এর আগে সিলেট সিক্সার্সের হয়ে খেলার অভিজ্ঞতা আছে ওয়ার্নারের। তবে কবে নাগাদ খেলতে আসবেন তা এখনও নিশ্চিত নয়। আইএলটি-টোয়েন্টিতে তাদের দলের অবস্থান বুঝে বিপিএলে আনা হবে ওয়ার্নার, রাসেল এবং নারিনদের। এদিকে টিম ডেভিডের সঙ্গে চুক্তি সেরেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। 

যদিও গালফ জায়ান্টসের স্কোয়াডে আছে টিম ডেভিডের নাম। গুঞ্জন আছে আগামী কয়েকদিনের মাঝেই বাংলাদেশে আসতে পারেন অস্ট্রেলিয়ার মারকুটে এই ব্যাটার। এ ছাড়া পাকিস্তানের আসিফ আলীর সঙ্গেও চুক্তি করেছে রংপুর। তিনিও দ্রুতই যোগ দেবেন দলের সঙ্গে। এমনটা হলে স্কোয়াডে শক্তি বাড়বে রংপুরের। বিশেষ করে বিদেশি কোটায় আরও শক্তিশালী হয়ে উঠবে ফ্র্যাঞ্চাইজি। 

এদিকে রংপুর শিবির ছেড়েছেন বিপিএলের এবারের আসরের অন্যতম সেরা পারফর্মার খুশদিল শাহ। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলের বিবেচনায় থাকায় দেশে ফিরে গেছেন তিনি। রংপুরের হয়ে ১০ ম্যাচ ১৭৫.২৯ স্ট্রাইক রেট, ৫৯.৬০ গড়ে ২৯৮ রান করেছেন তিনি। মারকাটারি ব্যাটিংয়ে ১৮ চারের সঙ্গে ২৪ ছক্কাও হাঁকিয়েছেন খুশদিল। এ ছাড়া বোলিংয়ে নিয়েছেন ১৭ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়