শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিনিসিয়ুসকে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব সৌদি ক্লাবের

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, টাকা নয়, গৌরবকেই বেছে নেবেন ভিনিসিয়ুস জুনিয়র। কারণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনতে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব।
স্প্যানিশ একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায় মৌসুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে ৫ বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। শুধু তাই নয় দলবদলের ফি হিসেবে আরও ৩০ কোটি ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে ক্লাবটি। সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব উঁকি দিচ্ছে ভিনিকে।

সৌদি আরবের কোন ক্লাব ভিনিকে কিনতে আগ্রহী সেটি অবশ্য জানা যায়নি এখনও। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো। তবে ভিনি রিয়ালে থাকবেন বলেই আশাবাদী কার্লো আনচেলত্তি।

রিয়াল কোচ বলেন, ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা অবশ্যই আছে। আমার মনে হয়, ভিনি এখানে থাকবে এবং এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জিততেই সে উৎসাহী। সে গৌরবের পেছনে ছুটতে চায় বলে আমি মনে করি।

২০২৩ সালের জুন মাসে সৌদি আরব থেকে বেশ লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন জার্মানির সাবেক ফুটবলার টনি ক্রুস। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি। এই ঘটনার স্মৃতিচারণ এনে কার্লো আনচেলত্তি বলেছেন, আমি ফুটবলে সবকিছু বুঝি। টনি ক্রুসের অবসর নেওয়াটা বুঝেছি। সবাই তা বোঝেনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম।
উল্লেখ্য, চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নিজের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চান না রিয়ালের ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। লস ব্লাঙ্কোসদের সঙ্গে ভিনির চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়