শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এবার অস্ট্রেলিয়াকে হারালো তিলকারত্নে দিলশানের মেয়ে

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেটে তিলকারত্নে দিলশানের অবদান অনন্য। খেলেছেন প্রায় ৫০০ আন্তর্জাতিক ম্যাচ, রান করেছেন প্রায় ২০ হাজার। বল হাতেও ছিলেন দারুণ কার্যকর। 

এখন তার মেয়ে লিমানসা তিলকারতেœর হাঁটছেন সে পথে। বুধবার (২৯ জানুয়ারি) শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতিয়ে হয়েছেন সেরা খেলোয়াড়। ৪ ওভারে ১৮ রানে ১ উইকেটের সাথে এই লেগ স্পিনার ব্যাট হাতে করেন ৬ রান, এক ক্যাচের সাথে ছিলো একটি রান আউট। - ডেইলি ক্রিকেট

মজার ব্যাপার হলো লিমানসা নিজেই অস্ট্রেলিয়ার নাগরিক। জন্ম শ্রীলঙ্কায় হলেও লঙ্কান কিংবদন্তীর মেয়ের বেড়ে ওঠা অস্ট্রেলিয়ার মেলবোর্নে।  আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলে পরিবার নিয়ে দিলশান পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। কোচিং ক্যারিয়ারে দেন মনযোগ। ১৮ ছুঁইছুঁই বয়সী মেয়ে লিমানশা ২০২১ সালেই ভিক্টোরিয়া অনূর্ধ্ব-১৯ দলে ডাক পান।

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে শ্রীলঙ্কার হয়ে খেলছেন বিশ্বকাপ। এ নিয়ে শুরুতে হয়েছে সমালোচনা। তবে তাতে পাত্তা না দিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন শ্রীলঙ্কার নির্বাচকরা। আর সেই আস্থার প্রতিদান দিয়েছেন এবার অস্ট্রেলিয়াকে হারালো তিলকারত্নে দিলশানের মেয়ের দিলশানের মেয়ে লিমানসা।

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। শেন ওয়ার্নকে আদর্শ মানা লঙ্কান কিংবদন্তীর মেয়ে অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কা জাতীয় দলেও সুযোগ পেয়ে যেতে পারেন। আর তেমনটা হলে দারুণ এক গল্পই তৈরি হবে।

বাবার পথ অনুসরণ করে ২২ গজে জাতীয় দলের জার্সিতে প্রতিনিধিত্ব করবেন শ্রীলঙ্কাকে। যেখানে তার আপাতত স্থায়ী বসবাস অস্ট্রেলিয়াতে। বাবার পরিচয় নয় নিজের পরিচয়েই বর্ণিল ক্যারিয়ারের অপেক্ষা লিমানসা তিলকারতেœর। আর তাতেই নিশ্চিতভাবেই গর্বিত হবেন সাবেক লঙ্কান তারকা তিলকারতেœ দিলশান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়