শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১০:৫৩ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ঢাকাকে উড়িয়ে দিয়ে ফরচুন বরিশাল ম্যাচ জিতলো ৯ উইকেটে

স্পোর্টস ডেস্ক : চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের বেহাল দশা। বিপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে তাদের ঠাঁই। বুধবার (২৯ জানুয়ারি) তলানিতে থেকে লড়াইয়ে নামে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ফরচুন বরিশালের। কিন্তু ঢাকা হালে পানি পেলো না। ঢাকা ক্যাপিটালসকে রীতিমত উড়িয়ে দিয়ে নবম জয় তুলে নিলো তামিম ইকবালের দল। 

আগে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় লিটন কুমার দাস-সাব্বির রহমানরা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট ও ৮১ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে বরিশার। রান তাড়ায় বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেন তামিম ও হৃদয়। ৯ বলে ১৫ রান করে হৃদয় ফিরলেও জয় নিয়েই মাঠ ছেড়েছেন তামিম। তবে তাকে খুব একটা কিছু করতে হয়নি। যা করার দাওয়িদ মালান করেছেন। ঢাকার বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন তিনি। ১৬ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন মালান। তামিমের ব্যাট থেকে এসেছে ১৪ বলে অপরাজিত ২১ রান।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের তোপের মুখে পড়ে ঢাকার ব্যাটাররা। বিশেষ করে বরিশালের দুই স্পিনার মোহাম্মদ নবী ও তানভীর ইসলামের ঘূর্ণির কোনো জবাবই ছিল না রাজধানীর দলটির। দুর্দান্ত দুটি বাউন্ডারি মেরে শুরু করা লিটন তানভীরের বলে বোল্ড হয়ে ফিরেছেন। ৮ বলে ১০ রান করে ফেরেন তিনি।

আরেক ওপেনার তানজিদ হাসান তামিম পারেননি তেমন কিছুই করতে। ফাহিম আশরাফের বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন ঢাকার এ ওপেনার।  তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৭ রান।

সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রিয়াজ হাসান ও জেপি কোয়েৎজে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ঢাকার হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন রনসফোর্ড বেটন। বরিশালের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ফাহিম, নবী ও তানভীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়