শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পদত্যাগ করলেন আইসিসির প্রধান নির্বাহী অ্যালারডাইস

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা ‘আইসিসি’র প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন জিওফ অ্যালারডাইস। তিনি চার বছর ধরে এই পদে দায়িত্ব পালন করেন। নতুন চ্যালেঞ্জ গ্রহণের ইচ্ছা প্রকাশ করে তিনি এই সিদ্ধান্ত নেন। ২০২০ সালে মানু সাহনি সাময়িক বরখাস্ত হওয়ার পর অ্যালারডাইস দায়িত্ব নেন এবং ২০২১ সালের নভেম্বর মাসে পূর্ণকালীন সিইও হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। - ক্রিকইনফো

আইসিসিতে ২০১২ সাল থেকে কাজ করা অ্যালারডাইস শুরুতে জেনারেল ম্যানেজার (ক্রিকেট) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ায় কাজ করেছেন। আইসিসি সিইও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ক্রিকেটের বৈশ্বিক প্রসার এবং আইসিসি সদস্যদের জন্য একটি শক্তিশালী বাণিজ্যিক ভিত্তি তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অ্যালারডাইস এক বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সৌভাগ্যের বিষয়। ক্রিকেটের বৈশ্বিক প্রসার থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য একটি শক্তিশালী বাণিজ্যিক ভিত্তি তৈরি করতে আমি গর্বিত।’ তিনি আরও বলেন, ‘আইসিসি এবং বৈশ্বিক ক্রিকেট সম্প্রদায়ের জন্য আমি শুভকামনা জানাই।’

অ্যালারডাইসের পদত্যাগের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শাহ, যিনি বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি, ১ ডিসেম্বর গ্রেগ বার্কলের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।

আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ বলেন, ‘জিওফের নেতৃত্ব ও প্রতিশ্রুতির জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তার প্রচেষ্টা ক্রিকেটকে বৈশ্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

জেনারেল ম্যানেজার হিসেবে অ্যালারডাইসের উল্লেখযোগ্য কাজের মধ্যে ছিল- ডিআরএস নিয়ে বিসিসিআইয়ের প্রাথমিক উদ্বেগ কাটিয়ে এটিকে আন্তর্জাতিক ক্রিকেটে মানদ- হিসেবে প্রতিষ্ঠা করা, অবৈধ বোলিং অ্যাকশন প্রক্রিয়া মানসম্মত করা ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই সুপার লিগ তৈরি করা।

২০২১ সালে সিইও হিসেবে দায়িত্ব নেয়ার সময় ক্রিকেট কোভিড-১৯ মহামারি থেকে বের হওয়ার কঠিন সময় পার করছিল। তার অন্যতম বড় সাফল্য ছিল ক্রিকেটকে অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত করা। এছাড়া, যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আইসিসি বিশ্ব ইভেন্ট আয়োজন করা, যদিও সেই টুর্নামেন্টের ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা চলছে।
আইসিসি জানিয়েছে, বোর্ড শিগগিরই তার উত্তরসূরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করবে। তবে অ্যালারডাইস চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত দায়িত্বে থাকবেন কিনা, তা এখনো পরিষ্কার নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়