শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দুই বিদেশি ক্রিকেটার চিটাগং কিংস মালিকের বিরুদ্ধে পারিশ্রমিক না দেয়ার অভিযোগ আনলেন

স্পোর্টস ডেস্ক : হাস্যকর বিপিএলে চিটাগং কিংস এর আগেও আলোচনায় এসেছিল দেশীয় ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে পারিশ্রমিক না দিয়ে। এবার দলটির দুই বিদেশি, পাকিস্তানি খাজা নাফি ও আফগান ক্রিকেটার জুবাইদ আকবরী অভিযোগ করেছেন কোনো অর্থ না পাওয়ার। এমনকি দেশে ফেরার বিমান টিকিটও দিচ্ছে না দলটি। কর্ণধার সামির কাদের চৌধুরী তা স্বীকারও করেছেন। দ্রুত পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। চ্যানেল২৪ 
বাঁকে বাঁকে রহস্য আর অনিশ্চয়তায় ঘেরা বিপিএল। বাংলাদেশে খেলতে এসে যেন অপরাধ করেছে বিদেশি ক্রিকেটাররা। চিটাগং কিংসের পাকিস্তানি খাজা নাফি ও আফগান ক্রিকেটার জুবাইদ আকবরী এক টাকাও পারিশ্রমিক পাননি। দু’জনই নিশ্চিত করেছেন। 

এখন পর্যন্ত এক ম্যাচ খেলা আফগান অলরাউন্ডার জানান, আজকে দেব, কালকে দেব বলে ঘুরাচ্ছে চিটাগং কিংস। এমনকি চলে যেতে চাইলেও টিকিট করে দিচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।

পাকিস্তান ব্যাটার খাজা নাফিও দুশ্চিন্তায়। একদিকে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না আরেক দিকে পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা। বলেছেন, বাংলাদেশের সম্মানের কথা চিন্তা করে এখনও চুপ আছেন। টাকা না পেলে, যাওয়ার আগে সব প্রকাশ করে যাবেন।

এ দু’ক্রিকেটারকে পারিশ্রমিক না দেয়ার কথা স্বীকার করেছেন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। তিনি বলেন, খাজা নাফী ও আকবরীর জন্য এটা বিশাল অপারচুনিটি। তাদের সঙ্গে আলোচনা করেই এটা করা হয়েছে। আর নাফীরটা তো কথা হয়েছে হাতে করে নিয়ে যাবে। আসলে চারিদিকের অবস্থা দেখে তারাও এভাবে রিঅ্যাক্ট করা শুরু করেছে। তবে ক্রিকেটাররা কেন গণমাধ্যমে তথ্য দিচ্ছে এ নিয়ে আপত্তি কিংস মালিকের। রাজশাহীকে নিয়ে যখন টালমাটাল অবস্থা তখন চিটাগং কিংসের হাড়ির খবরও গোপন নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়