শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ দিনের বিরতিতে ছন্দ হারিয়ে ফেলেছে রংপুর রাইডার্স, দাবি কোচ আর্থারের

নিজস্ব প্রতিবেদক: চলমান বিপিএলে টানা ৮ ম্যাচ জয়ের পর হঠাৎ ছন্দ হারালো রংপুর রাইডার্স। তারা নবম ও দশম ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে হেরে গেছে। এর জন্য বিপিএলের মাঝে ৫ দিনের বিরতিকে দায়ী করছেন রংপুর দলের প্রধান কোচ দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার।

তারা ১৩ জানুয়ারি মাঠে নেমেছিল খুলনা টাইগার্সের বিপক্ষে। এরপর রাজশাহীর বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি ছিল ১৭ জানুয়ারি। আর একই দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি তারা খেলে ২৩ জানুয়ারি। আর্থার মনে করেন ৫ দিনের বিরতির কারণেই তার দলের ভারসাম্য নষ্ট হয়েছে।

আর্থার বলেছেন, আমরা কিছুটা মোমেন্টাম হারিয়েছি। আমরা প্রথম ৫-৮ ম্যাচে খুব ভালো করেছি। এরপর আমাদের ৫ দিনের ব্রেক ছিল। এরপর আমরা মোমেন্টামটা পাইনি। আমদের কী করতে হবে সেটা বের করতে হবে। এটা আমাদের দ্রুতই খুঁজে বের করতে হবে। কারণ আগামী সপ্তাহে আমাদের বড় বড় ম্যাচ রয়েছে।

রংপুর রাইডার্স অবশ্য সবার আগেই প্লে অফ নিশ্চিত করেছে। বড় কোনো অঘটন না ঘটলে সবার উপরে থেকেই প্লে অফে খেলবে তারা। বিপিএলের এবারের আসরে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে উইকেট। প্রায় প্রতি ম্যাচেই বড় রান হচ্ছে। অনেক দল আবার সেই রান তাড়া করেই জিতেছে। এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন রংপুরের কোচ।

তিনি বলেন, উইকেট কিছুটা পরিবর্তন হয়েছে। এই উইকেট বেশি পরীক্ষা নিচ্ছে ব্যাটারদের। প্রপার ক্রিকেট শট খেলা নিয়ে কাজ করেছি আমরা। আমার মনে হয় আমরা যেসব শট খেলে শেষ ম্যাচে আউট হয়েছি সেগুলো অনেক সফট শট ছিল। ভালো হয়নি সেখানে। কথা বলেছি সেসব নিয়ে।

রংপুর শেষ দুই ম্যাচে হারলেও দলটির ক্রিকেটারদের ওপর বিশ্বাস আছে আর্থারের। প্রত্যাশা নিয়ে আর্থার বলেছেন, আমি প্রতিটি প্লেয়ারের মধ্যে ১০০% বিশ্বাস করি। কারণ আমি তাদের পারফর্ম করতে দেখেছি। গায়ানাতে কঠিন কন্ডিশনে তাদের পারফর্ম করতে দেখেছি। আমি জানি তাদের সামর্থ্য কী। কেবল চাই তারা জয়ের ধারায় ফিরুক। বুধবার ভালো একটি পারফরম্যান্স চাই। আশা করছি সবাই সেটা করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়