শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার জসপ্রিত বুমরাহ নারী বিভাগে অ্যামেলিয়া কার

স্পোর্টস ডেস্ক : জো রুট, হ্যারি ব্রুক ও ট্রাভিস হেডদের পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রিত বুমরাহ। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন অ্যামেলিয়া কার। তিনি হারিয়েছেন চামারি আতাপাত্তু, লরা উলভার্ট ও অ্যানাবেল সাদারল্যান্ডকে।

বুমরাহ বল হাতে স্বপ্নের মতো কাটিয়েছেন ২০২৪ সালটি। আর তাতেই স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতে নিয়েছেন ভারতের এই পেসার। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কারও প্রথমবারের মতো নারীদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। এই খেতাবের আনুষ্ঠানিক নাম র‌্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি।

মঙ্গলবার ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আইসিসি। তারা নির্বাচিত হয়েছেন সংবাদমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে। বুমরাহ ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন।

এর আগে ২০০৪ সালে প্রথমবারের মতো বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন রাহুল দ্রাবিড়। এরপর ২০১০ সালে শচিন টেন্ডুলকার, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন ও ২০১৭ আর ২০১৮ সালে টানা দুইবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছিলেন বিরাট কোহলি।

গত বছর ২১ ম্যাচে বুমরাহ শিকার করেছেন সর্বোচ্চ ৮৬ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই সঙ্গে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও,বড় ভূমিকা রেখেছিলেন এই পেসার। হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও।

টেস্টেও গত বছর দারুণ পারফর্ম করেছেন বুমরাহ। এই ফরম্যাটেও সেরা বোলার ছিলেন এই ভারতীয় পেসার। ১৩ টেস্টে শিকার করেছে  ৭১ উইকেট। এমন পারফরম্যান্সে টেস্টের বোলারদের র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান দখল করেছেন বুমরাহ।

এদিকে ২০২৪ সালে কার ১৮ টি-টোয়েন্টি ম্যাচে করেন ৩৮৭ রানের পাশাপাশি ২৯টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ৯ ম্যাচে ২৫৭ রানের পাশাপাশি ১৪টি উইকেট আছে তার। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও এই অলরাউন্ডারের বড় ভূমিকা ছিল। ৬ ম্যাচে ১৩৫ রান ও ১৫ উইকেট নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়