স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার হিসেবে জিয়াউর রহমান গত বছর দাবার বোর্ডে খেলতে খেলতেই মারা যান। তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়াও দাবাড়ু, বর্তমানে ফিদে মাস্টার। তবে বাবার মৃত্যুতে তার ভবিষ্যৎ পথ চলা কিছুটা শঙ্কায় পড়েছিলো। সেটাই কাটানোর লক্ষ্যে ক্রিকেটাঙ্গনের লোকজন সাহায্যের হাত বাড়ান। যেখানে প্রথমে ছিলেন তামিম ইকবাল। এবার যোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
ফিদে মাস্টার তাজওয়ারের স্বপ্ন বাবার মতো গ্র্যান্ড মাস্টার হওয়া। আর সে জন্য প্রয়োজন বিদেশের মাটিতে খেলা এবং নর্ম ও রেটিং পয়েন্ট বাড়ানো। তার সেই পথ সুগম করতেই বিসিবি ১৫ লাখ ৮০ হাজার টাকা দিয়েছে পরবর্তী তিনটি টুর্নামেন্ট খেলার জন্য।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাহসিন অত্যন্ত মেধাবী দাবাড়ু। সে তার কিংবদন্তী বাবার দাবার পথ অনুসরণ করছে। বিসিবি গর্বিত তাহসিনের পাশে থাকতে পেরে। আমরা মনে করি, দাবা ও দেশের খেলাধুলায় দারুণ অবদান রাখা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়মাত্র।
বিসিবির আগেই প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়ার ছেলেকে সাহায্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত বছর নভেম্বর তাজওয়ারের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন বাঁহাতি ওপেনার।