শিরোনাম
◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন?

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিতর্ক লেগেই আছে। সেই সাথে যুক্ত হয়েছে তারকা বিদেশি ক্রিকেটারের অভাব। তবে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্লে অফের আগেই বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারকে দলে ভেড়াচ্ছে রংপুর রাইডার্স। বাকি দলগুলোও চেষ্টা করছে নামীদামি বিদেশিকে দলে ভেড়াতে।

চলমান বিপিএলে যেকয়জন বড় বিদেশি তারকা ছিলেন তাদের মধ্যে অন্যতম ফরচুন বরিশালের শাহিন শাহ আফ্রিদি ও কাইল মায়ার্স। কয়েকটি ম্যাচ খেলেই তারা চলে গিয়েছেন। রংপুরের অ্যালেক্স হেলসও সিলেট পর্বের পরেই চলে গিয়েছেন। যার কারণে নামীদামি বিদেশি ক্রিকেটার ছাড়াই চলছে বিপিএল। তবে চেষ্টার কোনো কমতি রাখছে না ফ্র্যাঞ্চাইজিগুলো।

রংপুরের হয়ে খেলতে আসবেন টিম ডেভিড। সেটা এক প্রকার নিশ্চিত। এছাড়াও ডেভিড ওয়ার্নার ও নারাইনের সাথে চুক্তি করেছে তিস্তা পাড়ের দলটি। নাম প্রকাশ না করার শর্তে তাদের টিম ম্যানেজমেন্টের একজন সদস্য বলেছেন, ‘টিম ডেভিডের আসা চূড়ান্ত। ওয়ার্নার ও নারাইনের সঙ্গেও চুক্তি হয়েছে। তবে তাদের আনা হবে পরিস্থিতি বুঝে, সেভাবেই চুক্তি হয়েছে।’

বিগব্যাশের ফাইনালের পর ওয়ার্নারের ব্যস্ততা নেই। তাই তাকে প্লে অফে পেতে পারে রংপুর। তবে নারাইনকে পাওয়া নিয়ে একটু শঙ্কা আছে। ২ ফেব্রুয়ারি দুবাইয়ের আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলা আছে নারাইনের। নাইট রাইডার্স যদি প্লে-অফে ওঠে, তাহলে নারাইনের বিপিএলে আসার সম্ভাবনা কমে যাবে।
এদিকে খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংস নামকরা বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর চেষ্টা করছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়