স্পোর্টস ডেস্ক: গত চার ম্যাচ ধরে গোলের ক্ষুধায় ভুগছিলো বার্সেলোনা। অবশেষে দারুণভাবে গোলের ক্ষুধা মেটালো দলটি। ফেরমিন লোপেজের জোড়া গোলের পাশাপাশি আরও চার স্কোরারের সুবাদে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এই অনায়াস জয়ের মধ্য দিয়ে বার্সেলোনার ফুটবল ক্লাবটি কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে শততম গোলের মাইলফলকে পৌঁছায়।
রোববার (২৭ জানুয়ারি) ঘরের মাঠে প্রতিপক্ষের ওপর এ তা-ব চালায় বার্সা। দলের পক্ষে একটি করে গোল করেন রবার্ট লেভানডোভস্কি, রাফিনিয়া, ডি ইয়ং ও ফেরান তোরেস। অন্য গোলটি আত্মঘাতী। ভ্যালেন্সিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন হুগো দুরো।
রেলিগেশন জোনে থাকা ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ৩ মিনিটে ডি ইংয়ের গোলে লিড পায় স্বাগতিকরা। ৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ফেরান তোরেস। ১৪ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন দারুন ছন্দে থাকা রাফিনিয়া। এরপর ২৪ মিনিট ও প্রথমার্ধের ইনজুরি সময়ে ফেরমিন লোপেজ জোড়া গোল করলে ৫-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে হ্যান্সি ফ্লিকের দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার অনেক চেষ্টা করে ভ্যালেন্সিয়া। ম্যাচে ৫৯ মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে এক গোল শোধ দেন দুরো। আবারও খেই হারায় তারা। ম্যাচের ৬৬তম মিনিটে লেভানডোভস্কি স্কোর শিটে নাম তুললে ষষ্ঠ গোল পায় বার্সা। আর ৭৫ মিনিটে ফেরান তোরেসের ক্রস ব্লগ করতে গিয়ে ভ্যালেন্সিয়া ডিফেন্ডার সিজার তারেগা আত্মঘাতি গোল করলে ৭-১ গোলে বড় জয় পায় স্বাগতিকরা।
জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে মাত্র ৩২ ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ হলো বার্সেলোনার। এর চেয়ে কম ম্যাচে দলটি শত গোল করেছে কেবল হেলেনিয়ো এররার কোচিংয়ে তাও ১৯৫৯ সালে। সেইবার ৩১ ম্যাচে শত গোল করেছিলো তারা।
এই জয়ে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান অ্যাটলেটিকো মাদ্রিদের।
আপনার মতামত লিখুন :