শিরোনাম
◈ সংসদের কিছু চেয়ার দিয়ে যারা ভাবছেন ছাত্রদের কিনবেন ভুল ভাবছেন: হাসনাত আবদুল্লাহ (ভিডিও) ◈ চিত্রনায়িকা পরীমনির জামিনদার কে এই তরুণ ◈ সেতুতে টোল নিতে দেরি, টোলকর্মীর কলার ধরে শাসালেন বিএনপি নেতা (ভিডিও) ◈ কর্মবিরতি শুরু, সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ◈ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার পেছনে আওয়ামী লীগের তিন ও বিএনপির এক নেতা জড়িত, দাবি ছেলে রেজা কিবরিয়ার ◈ ট্রাম্প-মোদির ফোনালাপ, কী কথা হলো দুই নেতার ◈  আওয়ামী লীগ কি নিজেকে পুনরুজ্জীবিত করতে পারবে? ◈ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা অব্যাহত রাখবে ইইউ ◈ ১৩ নির্দেশনা বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতে  ◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৫, ১১:৫২ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবি বিপিএলের মান রক্ষায় কঠোর ব্যবস্থা নেবে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতির দায়িত্ব নিয়েই বিতর্কের মধ্যে পড়ে গেলেন ফারুক আহমেদ। তার সময়ে চলমান বিপিএল ঘিরে যতো বিতর্ক। তবে রোববারের (২৬ জানুয়ারি) বিতর্কিত ঘটনা যেন সব কিছুকেই ছাপিয়ে গেছে। পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর হয়ে খেলতে রাজি হননি দলটির বিদেশি খেলোয়াড়রা। তাতে ম্যাচ হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দেয়।

শেষ পর্যন্ত অবশ্য একটা উপায় বের করে বিপিএলের টেকনিক্যাল কমিটি। বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রতি ম্যাচে সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় খেলাতে পারে দলগুলো। আর ম্যাচে কমপক্ষে ২ জন খেলোয়াড়কে একাদশে রাখা বাধ্যতামূলক। কিন্তু রাজশাহী বিদেশি খেলোয়াড়দের রাজি করাতে না পারায় বিপাকে পড়ে। তাই বাধ্য হয়ে টেকনিক্যাল কমিটির কাছে বিদেশি ছাড়া রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে আবেদন করে।

বিপিএলের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কিন্তু আজ টুর্নামেন্টের যতটুকু মান আছে তা বাঁচাতে বিশেষ ব্যবস্থা করে টেকনিক্যাল কমিটি। বিশেষ ক্ষমতায় বিদেশি ছাড়াই একটি ম্যাচ খেলার সুযোগ দেয় রাজশাহী।
অথচ পারিশ্রমিকের এই ঝামেলা অনেক আগেই সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু কথা দিয়ে কথা রাখেনি মালিকপক্ষ। শুধু ক্রিকেটারদের পারিশ্রমিক নয়, বকেয়া পরিশোধ করতে না পারায় রাজশাহীকে হোটেলও পরিবর্তন করতে হয়েছে। সব মিলিয়ে এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিবি। ঘটনার তদন্ত করে তাই কঠিন শাস্তির কথা জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহামান মিঠু।

তিনি বলেছেন, এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরনের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুণ্ণ হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।

বিপিএলের ভাবমূর্তি নষ্ট হওয়ার বিষয়টিও স্বীকার করেছেন মিঠু। তিনি বলেছেন, টুর্নামেন্টের স্বার্থ ও দেশের মর্যাদা- দুটিই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট যদি ভালোভাবে শেষ করতে না পারি তাহলে সেটি সুনাম বয়ে আনবে না। এটা (বিদেশিদের পারিশ্রমিক পরিশোধ) নিয়ে কোনো প্রশ্ন নেই যে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? এ জন্যই আমার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। আমরা ছেড়ে দিচ্ছি না। কেউ চুক্তির শর্ত ভঙ্গ করলে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়