শিরোনাম
◈ কোচের বিরুদ্ধে বডি শেমিংয়ের লিখিত অভিযোগ নারী ফুটবলারদের, গণ-অবসরের হুমকি (ভিডিও) ◈ পদত্যাগ ও নতুন দল গঠন ইস্যুতে যা বললেন উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ পবিত্র শবে বরাত ১৪ ফেব্রুয়ারি ◈ ধর্ম উপদেষ্টার কর্মসূচির মিডিয়া কভারেজে নারী সাংবাদিক প্রবেশে বাধা প্রসঙ্গে ব্যাখ্যা ◈ বিশ্ব ইজতেমার মুসল্লিদের জন্য ৭ জোড়া বিশেষ ট্রেন ◈ সেই কাঁটাতারের বেড়ায় এবার বাঁশ বাঁধল ভারতীয়রা, বিএসএফকে বিজিবির কড়া জবাবের ভিডিও ভাইরাল (ভিডিও) ◈ কোটা পদ্ধতির প্রয়োগ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন সিদ্ধান্ত ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫ ◈ চীন-পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্কে ভারতীয় জেনারেলের অস্বস্তি ◈ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনশন, সড়ক অবরোধ (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৫, ১১:৪৯ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ঘরোয়া ক্রিকেটে খেলবেন বিরাট কোহলি, বাড়তি খরচ হবে দিল্লির

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ্য খেলোয়াড় বিরাট কোহলি ক্যারিয়ারের শেষ দিকে এসে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এই ব্যাটিং স্তম্ভের ফর্ম এতটাই বাজে যাচ্ছে যে তাকে দলে রাখা নিয়েও হচ্ছে সমালোচনা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ এর পরাজয়ে ব্যাটারদের উপর চড়াও হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

জাতীয় দলের সকল খেলোয়াড়কে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। বিরাটের খেলার কথা ছিল ২৩ জানুয়ারির ম্যাচেও। তবে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি তিনি। ৩০ জানুয়ারি দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচে দিল্লির হয়ে মাঠে নামবেন সর্বকালের অন্যতম সেরা এ ব্যাটার।

তবে দলে বিরাটের অন্তর্ভুক্তি খরচ বাড়িয়ে দিয়েছে দিল্লি ক্রিকেট সংস্থার। দলে যেহেতু বিরাটের মত বিশ্বসেরা একজন খেলোয়াড় খেলবেন তাই নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সে সঙ্গে ১০ হাজার দর্শকের খেলা দেখার ব্যবস্থাও করা হবে।

ঘরোয়া ক্রিকেটে সাধারণত নিরাপত্তা ব্যবস্থা উন্নত থাকে না। তবে যেহেতু কোহলি খেলবেন তাই নতুন করে ভাবতে হচ্ছে আয়োজকদের। যেহেতু দর্শকদের চাপ থাকবে তাই বিরাটের কথা ভেবে বাড়তি নিরাপত্তা জোরদার করতে হবে দিল্লিকে। তবে নিরাপত্তা আরও বেশি জোরদার করার আরও একটা কারণ আছে। শনিবার মুম্বাইয়ে নিরাপত্তারক্ষীদের এড়িয়ে এক ব্যক্তি মাঠে ঢুকে রোহিত শর্মার কাছে চলে যান। যেটা আঙুল তুলেছে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার দিকে। আর সে কারণেই বাড়তি নিরাপত্তার কারণে খরচ বাড়বে কর্তৃপক্ষের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়