শিরোনাম

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৯:১০ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইতালিয়ান ইয়ানিক সিনার জয় করলেন অস্ট্রেলিয়ান ওপেনের গ্র্যান্ডস্লাম 

স্পোর্টস ডেস্ক :  রোববার (২৬ জানুয়ারি) ইতালির টেনিস তারকা ইয়ানিক সিনার ২৩ বছর বয়সে ইতিহাস গড়লেন। এই টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আলেক্সান্ডার জভেরেভকে ৬-৩, ৭-৬ (৪), ৬-৩ গেমে হারিয়ে তার তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা জয় করেন। এটি তার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম ফাইনাল। অবাক করার বিষয় টানা তিনটি গ্র্যান্ডস্লামের প্রতিটি ফাইনাল নিশ্চিত করে শিরোপা জয়ের কীর্তি অর্জন করলেন।

গত বছর সিনার অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন শিরোপা জয় করেছিলেন, দানিল মেদভেদেভ এবং টেলর ফ্রিটজকে হারিয়ে।  এবার, অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় শিরোপা জিতে তার টানা তৃতীয় হার্ড কোর্ট গ্র্যান্ডস্লাম শিরোপা অর্জন করলেন। 

এছাড়া, সিনার গ্র্যান্ডস্লামে প্রথম তিন ফাইনালেই শিরোপা জয় করা চতুর্থ খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন। এর আগে আন্দ্রে আগাসি, রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ এই কীর্তি গড়েছিলেন। 

গ্র্যান্ডস্লামে প্রথম তিন ফাইনালে জয়ী সিনার ইতালির প্রথম খেলোয়াড় এবং তার জয়টি ইতালিয়ান টেনিসের জন্য ঐতিহাসিক। রাফায়েল নাদালের পর, সিনারই প্রথম খেলোয়াড় যিনি নিজের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা ধরে রাখার কীর্তি গড়লেন। এই জয়ের মাধ্যমে, সিনার আরও একটি নতুন উচ্চতায় পৌঁছালেন, যা ভবিষ্যতের জন্য আরও বড় প্রত্যাশা সৃষ্টি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়