শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সিলেটের পরাজয়, ফরচুন বরিশাল বিপিএলের প্লে অফে

নিজস্ব প্রতিবেদক: এবারো পারলো না সিলেট স্ট্রাইকার্স। গত তিন তিনটি পর্ব অতিক্রম করে কোনো লাভ হয়নি। ভাগ্য সিলেটের অনুকূলে আসেনি। ঢাকার দ্বিতীয় পর্বটাও সুখকর হলো না তাদের। সিলেট ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেলো ফরচুন বরিশালের কাছে।  

মিরপুর শের-ই-বাংলায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরিফুল হক। সিলেট অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিস্কার, যতটা সম্ভব বরিশালকে বেশি রানের লক্ষ্য দেওয়া। তবে মাঠে ঘটেছে তার উল্টো, প্রথমে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের তোপের মুখে পড়েন তারা।

ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী ও জেমস ফুলারের সামনে অসহায় আত্মসমার্পণ করেছে সিলেটের ব্যাটাররা। ফাহিম একাই নিয়েছেন ৩.২ ওভারে ৭ রানে ৫ উইকেট। যা কিনা চলতি বিপিএলে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা ফুলার শিকার করেছেন ২১ রানে দুই উইকেট। মোহাম্মদ নবী ২টি ও রিশাদ হোসেন শিকার করেছেন ১ উইকেট। তাতেই মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট।

চায়ের শহরের দলটির হয়ে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেছেন আহসান ভাট্টি। ১৯ বলে ২৪ রান করেছেন জাকের আলী অনিক। আরিফুল (১৩) ও তানজিম হাসান সাকিব করেছেন (১৩) রান।

১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। আরও একবার ব্যর্থ তাওহীদ হৃদয়। ৭ বলে ৭ রান করে নাহিদুল ইসলামের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তিনে নেমে সুবিধা করতে পারেননি দাওয়ীদ মালান। ৮ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

তবে বরিশালকে বিপদে পড়তে দেননি তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনেই করেছেন দায়িত্বশীল ব্যাটিং। সিলেটের বোলারদের দেখেশুনে খেলেছেন তারা। রান বেশি প্রয়োজন না থাকায় খুব একটা বাউন্ডারি মারার প্রয়োজন পড়েনি তাদের। তবে তানজিম সাকিব-সুমন খানরা বাজে বল করলে সেটা বাউন্ডারি ছাড়া করতে ভুল করেননি বরিশালে অভিজ্ঞ দুই ব্যাটার। ৫১ বলে ৫৪ রান করে অরাজিত ছিলেন তামিম, মুশফিকের সংগ্রহ অপরাজিত ৪২ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়